হায়দরাবাদ – আইপিএল শুরু হতে না হতেই বিতর্ক। রবিবার রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ চলাকালীন বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ উঠল প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের বিরুদ্ধে। ধারাভাষ্যের সময় তিনি রাজস্থানের কৃষ্ণাঙ্গ পেসার জোফ্রা আর্চারকে ‘কালো ট্যাক্সি’ বলে উল্লেখ করেন বলে অভিযোগ। হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভারে ৭৬ রান দেন রাজস্থানের পেসার আর্চার। আইপিএলের ইতিহাসে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দেওয়ার লজ্জার রেকর্ড গড়লেন ইংরেজ পেসার। তার মধ্যে প্রথম ওভারেই ২৩ রান দেন। তাঁর বোলিংয়ের সময় ধারাভাষ্যের দায়িত্বে থাকা হরভজন মন্তব্য করেন, “লন্ডনে কালো ট্যাক্সির মিটার খুব তাড়াতাড়ি ছোটে। আর এখানে আর্চার সাহেবের মিটারও তাড়াতাড়ি ছুটছে।”
আর এই মন্তব্যের জেরেই নেটিজেনদের রোষানলে হরভজন। কৃষ্ণাঙ্গ আর্চার বল করার সময় ‘কালো ট্যাক্সি’র উল্লেখ বর্ণবিদ্বেষী মন্তব্য বলেই মনে করছেন নেটিজেনরা। সোশাল মিডিয়ায় অনেকে হরভজনকে ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়ারও দাবি করছেন। তবে ভাজ্জির তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। খেলাধুলোয় এখন বর্ণবিদ্বেষ খুব বড় অপরাধ। ক্রিকেট হোক বা ফুটবল, কারও বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখা হয়। কোনও প্রতিযোগিতা শুরু হওয়ার আগে আয়োজকেরা স্পষ্ট বার্তা পাঠান, কোনও ভাবেই বর্ণবিদ্বেষী মন্তব্য বরদাস্ত করা হবে না। এখনও এই বিতর্ক নিয়ে হরভজন মুখ খোলেননি। ভারতীয় ক্রিকেট বোর্ডও কিছু জানায়নি। তবে যদি রাজস্থান কোনও অভিযোগ করে বা বিতর্ক বাড়তে থাকে, সে ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড হরভজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ধারাভাষ্যকারদের তালিকা থেকে তাঁকে বাদ দেওয়া হতে পারে।
উল্লেখ্য, হরভজনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ নতুন নয়। ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরের সময় সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসকে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ ওঠে হরভজনের বিরুদ্ধে। অভিযোগ, হরভজন তাঁকে ‘মাঙ্কি’ বা বাঁদর বলেছিলেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন হরভজন। তার পরেও তাঁকে শাস্তি পেতে হয়েছিল। নির্বাসিত করা হয়েছিল হরভজনকে। এই ঘটনা ‘মাঙ্কিগেট’ নামে পরিচিত। আইপিএলে প্রতিপক্ষ ক্রিকেটার এস শ্রীসন্থকে মাঠেই চড় মেরেছিলেন হরভজন। সেই ঘটনা নিয়েও বিতর্ক হয়েছিল। আরও এক বার বিতর্কে জড়ালেন হরভজন। এখন দেখার এই বিতর্কের জল কত দূর গড়ায়।