আচমকা বুকে-হাতে ব্যথা, মাঠ ছাড়ার আগেই মৃত্যু হলো এই ক্রিকেটারের ! শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া !

0

পুনে: মর্মান্তিক ঘটনা। ক্রিকেট ম্যাচ চলাকালীন মাঠেই হৃদরোগে আক্রান্ত আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ক্রিকেটারের। ৩৫ বছরের ওই ক্রিকেটার নাম ইমরান পটেল। পুণের গারওয়ারে স্টেডিয়ামে ঘটে ঘটনাটি। ওপেনার হিসাবে ব্যাট করতে নেমেছিলেন তিনি। পিচে কিছু সময় কাটানোর পর হঠাৎ বুকে ও হাতে ব্যথা শুরু হয় তাঁর। আম্পায়ারকে বিষয়টি জানান। তাঁকে মাঠ ছাড়ার অনুমতি দেন আম্পায়ার। যদিও প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পথেই মাঠে পড়ে যান তিনি। ম্যাচের লাইভ স্ট্রিমিং চলছিল। তাই পুরো ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। ইমরান পড়ে গেলে, মাঠে থাকা অন্য খেলোয়াড়রা দ্রুত ছুটে যান তাঁর কাছে। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, তার আগেই সব শেষ। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

 

ইমরানের সতীর্থ ক্রিকেটার নাসির খান বললেন, আমরা কোনওদিন ইমরানের শারীরিক অসুস্থতার ব্যাপারে শুনিনি। ওঁর শারীরিক ফিটনেস যথেষ্ট ভাল ছিল। একজন অলরাউন্ডার ক্রিকেটার ছিলেন। ক্রিকেট খেলতে খুবই ভালবাসতেন।

নাসির খানের কথায়, আচমকা যে কীভাবে কী হয়ে গেল, সেটাই বুঝতে পারলাম না। এই ম্যাচটি লাকি বিল্ডার্স অ্যান্ড ডেভলপার্স এবং ইয়ং ইলেভেনের বিরুদ্ধে আয়োজন করা হয়েছিল। লাকি দলের অধিনায়ক ছিলেন ইমরান। ষষ্ঠ ওভারে তিনি দুটো নজরকাড়া বাউন্ডারিও হাঁকিয়েছিলেন।

 

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ইমরান বিবাহিত ছিলেন। তাঁর ৩ কন্যাসন্তানও ছিল। ছোট মেয়ের বয়স মাত্র ৪ বছর। স্থানীয় এলাকায় ইমরানের যথেষ্ট জনপ্রিয়তা ছিল। তাঁর রিয়েল-এস্টেটের ব্যবসাও ছিল।

পাশাপাশি নিজের একটি জুসের দোকান ছিল ইমরানের। চলতি বছর সেপ্টেম্বর মাসেও এমন একটি ঘটনা ঘটেছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে পুনের হাবিব শেখ মারা গিয়েছিলেন। তিনি অবশ্য ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। কিন্তু, ইমরান যথেষ্ট স্বাস্থ্যবান ছিলেন। ক্রিকেটারের এমন ঘটনার খবর শুনে শিউরে উঠছেন সকলেই।