কোলকাতা:-ইস্টবেঙ্গল এফ সি ছটি ম্যাচে শুন্যপয়েন্ট নিয়ে লিগ তালিকায় সবার নিচে রয়েছে, ডুরান্ডে নকআউট পড়বে সেই শেষ জয়র নিদর্শন পেয়েছিল ইস্টবেঙ্গল দল, ডুরান্ড কাপে শিলং লাজং এফসি এর বিরুদ্ধে পরাজয় পাওয়ার পর থেকে তাদের দুঃস্বপ্নের যাত্রা শুরু হয়। তারপর একাধিক ধাক্কা ও সমস্যার মোকাবিলা করতে হয় এই দলকে, আইএসএলে তিন ম্যাচে পরাজয়ের পর গত মরশুমের “প্রফেসর” আখ্যা দেওয়া নিদর্শকের পদত্যাগ, তারপর প্রথম একাদশে থাকা খেলোয়াড়দের নানান ইঞ্জুরি নিয়ে গত মরশুমের বিজয়ী দল এবং তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগা
Hello Bhutan 🇧🇹👋#JoyEastBengal #EBFCInAsia pic.twitter.com/xvlHSC2yKe
— East Bengal FC (@eastbengal_fc) October 25, 2024
ন সুপার জেন্টের বিরুদ্ধে মুখোমুখি হয় ইমামি ইস্ট বেঙ্গল এফসি,
অস্কার ব্রুজো ডার্বি ম্যাচে থাকলেও সময় না পাওয়ার কারণে নতুন কোন কিছুই করা সম্ভব হয়ে ওঠেনি তার পক্ষে, কিন্তু গত ম্যাচে পুরোপুরি অন্যরকম দলকে খেলতে দেখা গেছিল, দলের প্রদর্শন ভালো হলেও পয়েন্টের তালিকায় উঠে আসা সম্ভব হয়নি, পরবর্তী লক্ষ তাদের এএফসি ম্যাচ, মনোতোষ চাকলাদার, নাসিব রহমান, শ্যামল বেস্রার মতন খেলোয়াড়দের সিনিয়র দলে ডেকে নিয়েছেন অস্কার। এএফসি ম্যাচগুলি খেলতে ভুটানে যাচ্ছে সমগ্র লাল হলুদ দল।সেখানে ভুটানের পারো এফসি, বসুন্ধরা কিংস, নেজমেহ এফসির মতো দলের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল এফসি,
২৬ শে অক্টোবর এএফসির গ্রুপ পর্বের অভিযান শুরু ইস্টবেঙ্গলের, প্রথম ম্যাচটি তারা পারোর এফসি র বিরুদ্ধে খেলতে চলেছে ,দ্বিতীয়টি ২৯ অক্টোবর বসুন্ধরা কিংস এর বিরুদ্ধে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১ নভেম্বর নেজমেহ- র বিরুদ্ধে খেলবে তারা।