কলকাতা:- শীতকালীন ট্রান্সফার উইন্ডো খোলা মাত্রই দল গোছাতে ব্যস্ত হয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। একেই দলে একাধিক খেলোয়াড় চোট জনিত সমস্যার জন্য বাইরে, সেই কষ্ট লাঘবের জন্য তৎপর হয়ে ওঠে লাল হলুদ কর্তৃপক্ষ। ভেনিজুয়েলার আক্রমন ভাগের তারকা রিচার্ড সেলিস কে দলে সই করানোর পরে এবার তাদের নতুন লক্ষ্য ক্যামেরুনের রাফায়েল মেসি বউলি। আইএসএল এর মাঝেই এক নতুন বিদেশি কে দলে টানছে ইস্টবেঙ্গল, এক কালে খেলেছেন এই আইএসএল এর মঞ্চে।
কেরালার হয়ে এক সময় খেলে গেছেন রাফায়েল মেসি বাউলি। কেরালা ব্লাস্টারস এর হয়ে ২০১৯-২০ সালে খেলছেন ১৭ টি ম্যাচ এবং করেছেন ৮ টি গোল। তারপর চিনের বহু ক্লাবে খেলে গেছে বাউলী। সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের সঙ্গে পাকাপাকিভাবে চুক্তি করে নিয়েছেন এই আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়। তবে খেলোয়াড় হিসেবে একটু ডানপিটে স্বভাবের মেসি বাউলি, কেরালার হয়ে পাঁচটি হলুদ কার্ডও দেখেছেন এই আফ্রিকার তারকা।
বর্তমানে ইস্টবেঙ্গলে যেন চোটির আনাগোনা লেগেই রয়েছে ।আজ দুপুর বেলা ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ থেকে জানানো হয় বাকি বছরের জন্য চোটের কারণে ছিটকে গেছেন তারকা ডিফেন্ডার হিজাজী মাহের।
এইমুহুর্তে ছোট হাসপাতালে পরিণত হয়েছে লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের মাথাব্যথা রক্ষণ বিভাগ । ফলপ্রসূত, বহু ডিফেন্ডার এই মুহূর্তে চোটের কারণে বাইরে, সেই শূন্যস্থানে কোন ফুটবলার না নিয়ে অস্কারের পছন্দ আর এক সেন্টার ফরওয়ার্ড।
ইতিমধ্যেই ভিসা সংক্রান্ত সমস্ত বিষয় বোঝাপড়া হয়ে গেছে ক্লাব এবং খেলোয়াড়ের মধ্যে। সবকিছু ভালো থাকলে এর মধ্যেই দলে যোগ দিতে পারবেন আফ্রিকার এই নতুন মেসি।