প্যারিস: অলিম্পিক্স মানেই শুধু পদক জয়ের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে নানা ইতিহাস এবং রেকর্ড। পদক জিতে পোডিয়ামে উঠাই লক্ষ্য থাকে অংশগ্রহণকারী সব অ্যাথলিটের। কারোর কাছে এই স্বপ্নটা অধরাই থেকে যায়। কেউ আবার বার বার পোডিয়ামে উঠে ইতিহাস সৃষ্টি করেন। অলিম্পিক্সের ইতিহাসে সর্বাধিক পদকজয়ী কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
অলিম্পিক্সের ইতিহাসে সর্বাধিক পদকজয়ীর নাম মাইকেল ফেলপস , মার্কিন যুক্তরাষ্ট্রেক এই সাঁতারু ২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত অলিম্পিক্সে অংশগ্রহণ করেন। চারটি অলিম্পিক্সে ২৩টি সোনা, তিনটি রুপো, ২টি ব্রোঞ্জ জিতে মোট ২৮টি পদক জেতেন। যা আধুনিক অলিম্পিক্সের ইতিহাসে সর্বকালীন রেকর্ড। মার্কিন এই সাঁতারু অলিম্পিক্সে কিংবদন্তি হয়েছেন পদক জয়ের নিরিখে।
লারিসা ল্যাটিনিনা এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। সোভিয়েত ইউনিয়ন থেকে জিমন্যাস্টিকস বিভাগে প্রতিনিধিত্ব করতেন এই অ্যাথলিট।, ১৯৫৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তিনটি অলিম্পিক্সে অংশ নেন। এই সময়কালে ৯টি ,ওনা, ৫টি রুপো এঊং ৪টি ব্রোঞ্জ জিতে মোট ১৮টি পদক জেতেন। তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে।
নিকোলাই আন্দ্রিয়ানভ সোভিয়েত ইউনিয়নেই এই অ্যাথলিট নিজের কেরিয়ারে মোট ১৫টি অলিম্পিক্সে পদক জিতেছেন। , জিমন্যাস্ট নিকোলাই আন্দ্রিয়ানভ ১৯৭২ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনটি অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব ককেন। এই তিন অলিম্পিক্স সাতটি সোনা, পাঁচটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ পদক জিতেছেন। সব মিলিয়ে ১৫টি পদক দেশকে উপহার দিয়েছেন।
বরিস শাখলিন এই তালিকায় চতুর্থ স্থানে আছেন। সোভিয়েত ইউনিয়ন, জিমন্যাস্টও ১৯৫৬ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তিনটি অলিম্পিক্সে অংশ নেন। এই সময়কালে সাতটি সোনা, ৪টি রুপো, দুটি ব্রোঞ্জ পদক জিতে মোট ১৩টি পদক জেতেন অলিম্পিক্সের ইতিহাসে।
তালিকায় পঞ্চম স্থানে আছেন আরও এক জিমন্যাস্ট তাকাশি ওনো। জাপানের এই ক্রীড়াবিদ ১৯৫২ খেকে ১৯৬৪ সাল পর্যন্ত অলিম্পিক্সে অংশ নেন। মোট ১৩টি পদকের মধ্যে রয়েছে ৫টি সোনা, ৪টি করে রুপো এবং ব্রোঞ্জ। ইতালির এডুয়ার্ডো ফেন্সিংয়ে তিনিও ১৩টি পদক জিতেছেন। ফিনল্যান্ডের অ্যাথলিট পাভো নুরমি ১২টি পদক জিতেছেন। এরমধ্যে আছে ৯টি সোনা তিনটি রুপো।