লখনউ নিজেদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আজ, ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকায় হল লখনউয়ের নতুন অধিনায়ক 

0

কোলকাতা: আজকে লখনৌ সুপার জয়েন্টস প্রধান কার্যালয় থেকে করা হলো একটি বিশেষ ঘোষণা। ঋষভ পন্ত কে নিজেদের অধিনায়ক ঘোষণা করলো এল এস জি। আইপিএল নিলামের ইতিহাসে সর্বোচ্চ দাম দিয়ে কিনেছিল ঋষভকে সঞ্জীব গোয়েঙ্কার দল। কার্যত ধরেই নেওয়া হয়েছিল তাকেই অধিনায়কত্ব দেওয়া হবে। আজকের প্রেস কনফারেন্স এর মাধ্যমে তা অফিশিয়ালি ভাবে জানিয়ে দেওয়া হল।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লখনৌয়ের বর্তমান মেনটর এবং বোলিং কোচ জাহির খান। দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং ঋষভ পন্ত। ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা ঋষভ পন্ত কে সামনে রেখে দলটি আরো এক ধাপ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। এবারে লখনও সুপার জা য়েন্টসের পতাকা তলে তাঁর নেতৃত্বের মুকুটে যোগ হতে চলেছে নতুন এক অধ্যায়।

প্রেস কনফারেন্সে ঋষভ পন্ত বললেন,“ সবাইকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ, লখনৌ ম্যানেজমেন্ট সঞ্জীব স্যার, জাহির ভাই কে আমার উপরে বিশ্বাস রাখার জন্য অনেক ধন্যবাদ। আমি আমার ২০০ শতাংশ দিতে রাজি আছি। নতুন মুহূর্ত নতুন দল নতুন জার্সি আমি খেলার জন্য উৎসাহিত হয়ে আছি সকলকে অনেক ধন্যবাদ জানায়।

জাহির খান ও সঞ্জীব গোয়েঙ্কা ও ঋষভ কে শুভেচ্ছা বার্তা জানালেন খেলোয়াড়ি জীবনের নতুন অধ্যায়ের জন্য। ঋষভ পন্থ তাঁর দারুণ ব্যাটিং ও সাহসী নেতৃত্ব গুণের জন্য ইতিমধ্যেই সবার নজর করেছেন। বর্তমান সময়ে টি-টোয়েন্টিতে বিশ্বের প্রথম সারির খেলোয়াড়দের মধ্যে ঋষভের নাম নির্দ্বিধায় নেয়া যায় তা আমাদের সবার জানা। অপেক্ষা এবারে আসন্ন আইপিএল সিজেনের। বাড়তি চাপ নিশ্চয়ই ঋষভের উপরে প্রথম থেকেই থাকবে, যেহেতু নতুন ফ্রাঞ্চাইজি এবং টাকার অংকটাও অনেক বড়। দলের পারফর্মেন্স অনেকখানি নির্ভর করছে তার উপরে। এই ঘোষণাটি আইপিএলে নতুন ইতিহাস গড়ার সূচনা হতে পারে।