“বিরাট নিজের খেলা ফিরে পাবে”:- কোহলিকে নিয়ে আত্মবিশ্বাসী মহারাজ, ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির দাবিদার মনে করছেন সৌরভ গাঙ্গুলি

0

কলকাতা:- একাধিক খারাপ ইনিংসের পরে রীতিমত সমালোচনার শিকার হয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সফরে নিজের ব্যাটিংয়ের ধরন ফিরে পেলেও পার্থ টেস্টের পর আবারও যেনো একই ঘটনার পুনরাবৃত্তি। বর্ডার গাভাস্কার ট্রফিতে বিরাটের ফর্ম এবং সমালোচকদের একহাতে নিয়েছেন বাঙলার মহারাজ। এছাড়াও সৌরভ গাঙ্গুলী আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি এর জন্য এগিয়ে রাখছেন ভারতীয় দলকে।

কোহলি এবং ভারতীয় দলের বর্ডার গাভাস্কার ট্রফিতে হারের পরেই সামাজিক মাধ্যম যখন উত্তাল সেই সময় সমালোচনার শিকার হয় একাধিক তারকা। সেই সমালোচনার উত্তরে আজ নেটিজেনদের একহাত নিলেন বাংলার মহারাজ। সৌরভ গাঙ্গুলি বলেছেন:-
“বর্তমান দিনে ভারতের ক্রিকেটে যেই পারফরম্যান্স রয়েছে সেই হিসাবে এই ধরনের সমালোচনা তাদেরকে শুনতে হবে। যখন আমরা পুরোনো সময় ক্রিকেট খেলতাম তখন আমাদের এরকম কঠিন পরিস্থিতি হয়ে এসেছে এবং আমরা সেগুলো মানিয়ে নিয়েছি । সমালোচনা ক্রিকেটের একটা অংশ, এটা যেমন অতীতে হয়ে এসেছে বর্তমানে হচ্ছে তেমন আগামী ভবিষ্যতেও হবে। ”

বিরাট কোহলির বর্তমান অবস্থার উপরও উক্তি করেন সৌরভ গাঙ্গুলী। অস্ট্রেলিয়া সফরের পর বর্তমানে রঞ্জি ক্রিকেটে ফিরতে চলেছেন তিনি, সৌরভ গাঙ্গুলি বলেন:- “বিরাট কোহলি এই দশকের অন্যতম সেরা খেলোয়াড় তার পারফরম্যান্সের উপর প্রশ্ন তোলা ভুল। আমি খুব অবাক হয়ে গেছিলাম যে অস্ট্রেলিয়া সিরিজে প্রথমদিকে একটি ১০০ করলেও পরবর্তীতে তার ফর্ম খুব খারাপ হয়ে যায়। সচরাচর ক্রিকেটে এরকম ধরনের ঘটনা দেখা যায় না, এটি একেবারেই বিরল ঘটনা। তবে একটা টেস্ট সিরিজ বিরাট কোহলির মত খেলোয়াড়ের ক্যারিয়ার এর ওপর প্রশ্ন তুলতে পারে না। আমার দৃঢ় বিশ্বাস চ্যাম্পিয়ন্স ট্রফির মত এক বড় প্রতিযোগিতায় বড় মঞ্চে বিরাট নিজের সর্বোচ্চ দিয়ে খেলবে । আগামী ইংল্যান্ড সিরিজ বিরাটের জন্য খুব গুরুত্বপূর্ণ। ”

বিরাট কোহলি ছাড়াও ভারতীয় দলের বর্তমান পারফরমেন্স এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পরে কিছুটা হলেও চিন্তিত ছিলেন বাংলার মহারাজ। কিন্তু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি কি মাথায় রেখে ভারতকেই ফেভারিট কিংবা দাবিদার বলে মনে করছেন তিনি। তিনি বলেছেন:- “আমি জানি ভারতীয় দল বর্তমান দিনে তেমন ভালো ক্রিকেট খেলেনি কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ৫০ ওভারের ক্রিকেটে ভারতের থেকে ভাল দল বর্তমানে নেই। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের দুটো সিরিজ ভুলে গিয়ে এখন দলের দরকার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে নিজেদের মননিবেশ করা।

গত দুটো বিশ্বকাপের একটিতে ভারত দুর্দান্ত জয়লাভ করেছে এবং অপরটিতে একটুর জন্য জয় হাতছাড়া হয়েছে । আমার মনে হয় এই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অন্যতম ফেভারিট দল ভারত।”