প্যারিস: লক্ষ্মীবারে প্যারিস অলিম্পিক থেকে ভারতের স্বর্ণপদক প্রাপ্তির সম্ভবনা কতখানি? নীরজ চোপড়া (Neeraj Chopra) আজ প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে নামবেন। যে কারণে, আজ, বৃহস্পতিবারকে ভারতীয় ক্রীড়াপ্রেমীরা বলছেন, ‘ভারতের সোনার দিন।’ নীরজের জন্য স্লোগান দেওয়া হচ্ছে, ‘গোল্ডেন বয় গো ফর গোল্ড (সোনার ছেলে সোনার জন্য যাও)।’ টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে সোনা জিতে দেশবাসীর প্রতাশা নীরজ হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন। যে কারণে, ভারতবাসীরা মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন, প্যারিস অলিম্পিক থেকে সোনা জিতে দেশে ফিরবেন পানিপতের ছেলে। আজ, কখন, কোথায় ও কীভাবে দেখবেন প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনাল?
ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১১.৫৫ মিনিটে শুরু হবে প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনাল। অর্থাৎ এই ইভেন্ট শেষ হতে হতে খাতায়-কলমে শুক্রবার হয়ে যাবে। এবং গভীর রাতেই হয়তো নীরজের বর্শায় বিঁধবে অলিম্পিকে তাঁর দ্বিতীয় সোনা। এবং প্যারিস থেকে ভারতের প্রথম সোনা।
মোট ১২ জন জ্যাভলিন থ্রোয়ার পারফর্ম করবেন ফাইনালে। ভারতের একমাত্র জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে অ্যাকশনে দেখা যাবে। কিশোর জেনা প্যারিসের টিকিট পেয়েছিলেন। কিন্তু ফাইনালে উঠতে পারেননি। নীরজের পাশাপাশি পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমকেও ফাইনালে দেখা যাবে। এ ছাড়া রয়েছেন বিশ্বের এক নম্বর জ্যাভলিন থ্রোয়ার, চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভাদলেচ, জার্মানির জুলিয়ান ওয়েবার, ফিনল্যান্ডের অলিভার হেল্যান্ডার, গ্রেনাডার পিটার্স অ্যান্ডারসনরা। টোকিওতে নীরজ ৮৭.৫৮ মিটার থ্রো করে সোনা জিতেছিলেন। এ বার দেখার প্যারিসে তিনি ফাইনালে কত মিটার থ্রো করেন, এবং সোনা জেতেন কিনা।