ঘরের মাঠে হার ! আইএসএলের পর এএফসি চ্যালেঞ্জ লিগেও বড় ধাক্কা খেল লাল – হলুদ বিগ্রেড ! 

0

কলকাতা: আইএসএলে হতাশাজনক ফলাফলে পর এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচেও ধাক্কা খেল ইস্টবেঙ্গল। বুধবার যুবভারতীতে তুর্কমেনিস্তানের ক্লাব এফকে আর্কাদাগের কাছে ০-১ গোলে হেরে গেল লাল হলুদ। ঘরের মাঠে খেলার সুবিধা নিয়ে আক্রমণাত্বক ছন্দেই দল সাজান লাল হলুদ কোচ অস্কার ব্রুজো। কিন্তু তার রক্ষণের হাল যে বেহাল। ফলে তুর্কমেনিস্তানের এই ক্লাবটির বিরুদ্ধে শুরুতেই পিছিয়ে য়ায় ইস্টবেঙ্গল। ম্যাচের ১০ মিনিটেই এফকে আর্কাদাগ এগিয়ে যায়। গোল করলেন গুরবানোভ। বক্সের বাইরে থেকে পাওয়া বল লাল হলুদ গোলরক্ষক গিলকে পরাস্ত করে তেকাঠিতে প্রবেশ করে।

গোল হজম করার পর অবশ্য সুযোগ তৈরি করে লাল হলুদ। ২১ মিনিটে সহজ সুযোগ নষ্ট করলেন দিমিত্রিয়স। ২৭ মিনিটে মেসি বউলি সুযোগকে কাজা লাগাতে পারলেন না। এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও তা থেকে কাজের কাজ করতে পারল না অস্কারের দল। তবে প্রথমার্ধের শেষ দিকে গুরবানোভ আরও একটি সুযোগ পেয়েছিলেন কাজে লাগাতে পারলে ২ গোলের লিড নিতে পারত তুর্কমেনিস্তানের ক্লাবটির। ফলে ১ গোলে পিছিয়ে থেকেই সাজঘরে ফেরে লাল হলুদ। এরপর দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ পেলেও তা থেকে গোল করতে পারল না লাল হলুদ। উল্টে রক্ষণকে শক্তিশালী করে ১ গোলেই জয় তুলে নিল বিদেশীহীন এফকে আর্কাদাগ। শেষ সাতটা ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল হেরেছে মাত্র একটি ম্যাচে। জয় চারটি ম্যাচে। আর ড্র দুটি ম্যাচে। ফলে লাল হলুদ সমর্থকদের আশা ছিল ঘরের মাঠে তুর্কমেনিস্তানের ক্লাবকে হারাতে পারবে তাদের দল। কিন্তু বিদেশীহীন এফকে আর্কাদাগের কাছে প্রথম পর্বের ম্যাচে হারতে হল লাল হলুদকে। এএফসি চ্যালেঞ্জ লিগের সেমিফাইনালে ওঠার জন্য অ্যাওয়ে ম্যাচে গিয়ে বড় ব্যবধানে জিততে হবে অস্কারের দলকে। না হলে এই টুর্নামেন্ট থেকেও বিদায় নিতে হবে।

ম্যাচ শুরুর আগেই মোটা অঙ্কের জরিমানা হল ইস্টবেঙ্গলের। এএফসি-র নিয়ম অনুযায়ী, তাদের প্রতিযোগিতা চলাকালীন আয়োজক স্টেডিয়ামে অন্য কোনও প্রতিযোগিতার বিপণন করা যায় না। কিন্তু আইএসএলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এসজি দুই দলই খেলে যুবভারতীতে। ফলে গোটা স্টেডিয়ামেই আইএসএলের প্রচুর সাইনবোর্ড, বিলবোর্ড, বিজ্ঞাপন রয়েছে। অর্থাৎ অন্য কোনও প্রতিযোগিতার সাইনবোর্ড, বিজ্ঞাপন কিছুই প্রকাশ্যে আনা যাবে না। সেই নিয়মই ভঙ্গ করে ফেলে ইস্টবেঙ্গল। এএফসি ম্যাচ আয়োজক আগে ইস্টবেঙ্গল আইএসএলের বিজ্ঞাপণ এবং হোডিং গুলি খুলে ফেলার বদলে কালো কাপড়ে ঢেকে রেখেছিল। মঙ্গলবার দলের অনুশীলনেই তা দেখা গিয়েছে। এমনকি বুধবার সকালে মাঠ পরিদর্শনের সময় সেগুলি চোখে যায় ম্যাচ কমিশনারের। ফলে কয়েক লক্ষ টাকা জরিমানা করা হয় লাল হলুদকে। এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ভূটান গিয়েছিল লাল হলুদ। সেখানে ভালো পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় অস্কারের দল। তিনটে ম্যাচের মধ্যে দুটোয় তারা জিতেছিল। আর একটা ম্যাচ ড্র করেছিল। গ্রুপ এ-তে শীর্ষস্থানে ছিল লাল হলুদ।