গাড়ী দুর্ঘটনা থেকে বিশ্বকাপ জয়, জাতীয় দলে নাটকীয় প্রত্যাবর্তন ঋষভের,কোনো অংশে সিনেমার থেকে কম নয়!

0

 

কলকাতা: ঋষভ পন্থ বর্তমান সময়ে ভারতীয় দলের উইকেটে পিছনের অন্যতম কান্ডারী। ৫ ফুট ৭ ইঞ্চের এই ক্রিকেটার ই দলের অন্যতম ভরসা এখন। তবে বেশ কিছু সময় আগে এক ভয়ানক গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে ২২ গজ থেকে ছিটকে যান এই ভারতীয় তারকা উইকেট কীপার ব্যাটসম্যান।

গাড়ী দুর্ঘটনায় দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। তবে এবার দলে  পাকাপাকিভাবেই তিনি কাম ব্যাক করেছেন বলাই যায়। আইপিএলে দিল্লী র হয়ে অধিনায়কত্ব করেছেন। ফিরে আসে ভারত এর টি টোয়েন্টি স্কোয়াড এও নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। বিশ্বকাপের সময় তার ব্যাট থেকে বেশ কিছু ভাল পারফরমেন্সও এসেছে । ইউএসএ এর মুসকিল পীচ পারফর্ম করে নিজের ব্যাটিং দক্ষতার প্রমাণ দিয়েছেন আগেই। এবারে টেস্ট ক্রিকেটেও তার পুনরায় অভিষেক হতে যাচ্ছে আসন্ন বাংলাদেশ সিরিজে।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারত। প্রথম টেস্ট চেন্নাইয়ে। দ্বিতীয় টেস্ট কানপুরে। যা খবর, তাতে আগামী সপ্তাহেই বাংলাদেশ সিরিজের জন‌্য ভারতীয় টেস্ট টিম নির্বাচন হবে। বৃহস্পতিবার থেকে দলীপ ট্রফি শুরু হচ্ছে। যেখানে জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটাররা খেলছেন। দলীপের প্রথম রাউন্ডের পর টেস্ট টীম নির্বাচন করা হবে।

এখনো পর্যন্ত যা খবর, তা থেকে বলাই যায় কোচ গম্ভীর এর জামানায় ঋষভ আবার ও টেস্ট দলে ফিরতে চলেছেন। তবে শ্রীকর ভরত হয়তো বাদ যেতে পারেন। ইংল্যান্ডের টেস্ট সিরিজে ধ্রুব জুড়েল এর অসাধারণ পারফরম্যান্স থেকে ধরাই যায় তাকে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে ভারতীয় স্কোয়াড এ রাখা হবে।

পন্থ ছাড়া বাকী সবাই আছেন যাদের দলে থাকার কথা। যশস্বী, সরফরাজ খান, আকসার পাটেল প্রত্যেকেই থাকছেন। তবে লোকেস রাহুল এর বাংলাদেশ সিরিজে দলে ফেরা হবেনা। বুমরাহ  কেউ আপাতত বিশ্রামে পাঠানো হয়েছে বাংলাদেশ সিরিজের জন্য। তিনি তিনি থাকছেন না টেস্ট দলে। পরিবর্তে আশদীপ সুযোগ পেতে পারেন। রোহিত, কোহলি ও কাম ব্যাক করবেন বাংলাদেশ সিরিজে। বাংলাদেশের পর ঘরের মাঠে নিউজিল‌্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ রয়েছে। তারপর লম্বা অস্ট্রেলিয়া সফর। সেখান গিয়ে পাঁচ টেস্ট খেলতে হবে রোহিত শর্মাদের। সেই কথা মাথায় রেখেই বাংলাদেশের বিরুদ্ধে বুমরাহকে বিশ্রাম দেওয়া ভাবনা রয়েছে। মুকেশ কুমার ও সিরাজ সহ বাংলার ছেলে আকাশদীপ ও ভারতীয় টেস্ট স্কোয়াডে জায়গা করে নিতে পারেন।