আইএসএলে নতুন পথচলা শুরু মহামেডানের, একনজরে দেখে নিন সাদা কালো শিবিরের কোথায় রয়েছে শক্তি ও দুর্বলতা!

0

কলকাতা:- পূর্ববর্তী মরশুমে আইলীগ জয়, ফের সেখান থেকে আইএসএল এ খেলার সুযোগ পেয়েছে কোলকাতার আরেক প্রধান মহামেডান স্পোর্টিং। আসন্ন আইএসএল মরশুম হতে চলছে তাদের অভিষেক সিজন।

দেশের তারকা ফুটবলার এবং যুব তুর্কিদের নিয়ে বানানো দলের খেলায় রীতিমত উত্তাল হয়ে গিয়েছিল পূর্ববর্তী আইলিগ সিজন। তবে এবারে পথে অন্যরকম বাধা ও প্রতিকূলতা।

আইএসএল এর দল গোছাতে ব্যস্ত তারা। ইতিমধ্যেই ৬ জন বিদেশি সহ দল কার্যত তৈরী তাদের। সাদা-কালো জার্সিধারীদের দাপট দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবলভক্তরা। কিন্তু অভিষেকেই কি প্রত্যাশা পূরণ করতে পারবে ব্ল্যাক প্যান্থাররা?

কোথায় রয়েছে তাদের শক্তি ও দুর্বলতা আসুন একনজরে দেখে নেওয়া যাক।

প্রথমেই যদি দলের শক্তির কথায় আসি তবে দেখা যাবে গত মরশুম একটি অনবদ্য পারফরমেন্স দিয়েছে তারা। ফলত গত মরশুমে ১৩ দলের আই লিগে ২৪টি ম্যাচে ১৫টি জয় ও সাতটি ড্র-সহ মোট ৫২ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহামেডান স্পোর্টিং।

আইএসএল কে মাথায় রেখেই দল ও গোছানো শেষ সাদা কালো শিবিরের। ফরওয়ার্ড সিজার মানজোকিকে সই করিয়েছে সাদা-কালো ব্রিগেড। গৌরব বোরা, অমরজিৎ সিং কিয়াম, রোচারজেলা, মাকান ছোটের মতন খেলোয়াড়দেরও সই করেছে তারা। অর্থাৎ হাতে কলমে কেমন তৈরী তা পরবর্তীতে বোঝা যাবে।

কিন্তু সঙ্গে রয়েছে দুর্বলতা। প্রথমত অভিজ্ঞতার অভাব এবং আইএসএল এর নতুন চ্যালেঞ্জ তাদের কাছে বাধা হতে পারে। একঝাঁক নতুন ফুটবলার এলেও বিদায় নিয়েছেন এডি হার্নান্দেজ ও ডেভিড লালসানসাঙ্গা।গত মরশুমের কোচ আন্দ্রেই চেরনিশভ এবারও দায়িত্বে থাকছেন।

কিশোর ভারতী স্টেডিয়ামে ১৬ সেপ্টেম্বর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অভিযান শুরু করছে মহামেডান স্পোর্টিং।