কলকাতা:- বার্সেলোনার নায়ক স্প্যানিশ তারকা ফেরান তোরেস। জার্মানির মাটিতে দাদাগিরি করল তারা, স্প্যানিশ তারকা ফেরান তোরেস এর করা গোলে জয়ী। সিগন্যাল ইদুনা পার্ক অর্থাৎ ডর্টমুন্ডের ঘরের মাঠে তাদেরকে ৩-২ গোলে পরাস্ত করল হানসী ফ্লিক এর বার্সেলোনা।প্রথমার্ধ থেকেই অনেকটা আক্রমণাত ্মক লাগছিল বার্সেলোনাকে। ডর্টমুন্ডের ঘরের মাঠে গিয়ে যেন হাহাকার তাদের আক্রমণ বিভাগীয় খেলোয়াড়দের। ম্যাচ শুরু হতে না হতেই এক মিনিটের মাথায় প্রথম আক্রমণ করে ঘরের দল ডর্টমুন্ড।
কিন্তু তারপর থেকে যেন দেখাই গেল না তাদের, অধিকাংশ বল দখল রেখে নিজেদেরকে আরও বেশি আক্রমণে রঙিন করে বার্সেলোনা। পরপর দুটো সুযোগ পায় তারা ৫ মিনিটের মাথায় প্রথম সুযোগটি হাতছাড়া করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনা। আজ যেন প্রথমার্ধ থেকে স্প্যানিশ মিটার ড্যানি অলমোর পায়ে বল আঠার মতো লেগে রয়েছে। মাঝ মাঠে যাবতীয় তদারকি থেকে শুরু করে বল দখল সবটাই আজ স্প্যানিশ তারকা এর পা দিয়েই হলো। প্রথমদিকে তেমন সুযোগ না হলেও নিজের প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে মাঠে যেমন সচল ছিলেন না লেওয়ান্দস্কি।
🔥 ¡VICTORIA EN DORTMUND! 🔥 pic.twitter.com/MR3JYwiLVj
— FC Barcelona (@FCBarcelona_es) December 11, 2024
প্রথমার্ধের শুরুতে বেশ কয়েকটি আক্রমণ তৈরি করলেও ২০-২৫ মিনিটের মাথায় একটি সুবর্ণ সুযোগ পায় ঘরের দল ডর্টমুন্ড। তবে সে সুবর্ণ সুযোগটিকে হাতছাড়া করে বার্সেলোনার রক্ষণ বিভাগ এই মরশুমের প্রথম থেকেই কোচ হান্সি ফিলীকের তত্ত্বাবধানে একটা সতেজ এবং হাই লাইনপ্রথমার্ধের ফেলে আসা খেলা ৪৫ মিনিটের পরেও বরাবর একই রাখল বার্সেলোনা। বারংবার ঘরোয়া দলের রক্ষণ বিভাগে কোরআন আর বার পর অবশেষে ৫৩ মিনিটের মাথায় প্রথম গোল এর মুখ দেখলো স্প্যানিশ ক্লাব। প্রথম থেকেই আজ অন্য মেজাজে ছিলেন অলমো, তার বাড়ানো বলে প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা।
বার্সেলোনার করা গোলের পরই তার প্রত্যুত্তরের জন্য তৈরি ছিলেন, নৌরীর ডর্টমুন্ড। ৬০ মিনিটের মাথায় বার্সেলোনা ডিফেন্ডার কুবারসি এর করা ফাউলে পেনাল্টি অর্জন করে জার্মান ক্লাব। ডর্টমুন্ডের হয়ে পেনাল্টিতে গোল করলেন গুরাইসি।গোল হজম করার পরও নিজের খেলা একটুও বদলাইনি বার্সেলোনা , একের পর এক আক্রমণ চালায় তারা প্রতিপক্ষের রক্ষণভাগে। মুহুর্মুহু আক্রমণের ফলেই রীতিমত বিদ্ধ হয় ডর্টমুন্ডের হাই লাইন ডিফেন্স। সেই সুযোগে ই বার্সেলোনার হয়ে দ্বিতীয় গোল করেন লেওয়ানদস্কি এর সাবস্টিটিউট হয়ে আসা ফেরান তোরেস।
ফেরান তোরেস এর গোলের পরেই খেলায় ফেরে ডর্টমুন্ড। ফাকা জালে বল জড়িয়ে সমতায় ফেরে ঘরের দল, গোল করেন গুড়াইসি।বার্সার হয়ে এরপর গোল করেন ফেরান তোরেস। লামিনের বাড়ানো বলে জোরালো শটে এগিয়ে যায় বার্সেলোনা।
লা লিগায় নিজেদের জেতা ম্যাচগুলিতে পয়েন্ট না পেলেও ইউরোপের সর্বোচ্চ মঞ্চে রীতিমতো ভয়ানক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তাদের পরবর্তী চ্যাম্পিয়নস লিগ ম্যাচ একেবারে নতুন বছরে তার আগে বছর শেষে গোটা ৩ পয়েন্ট হাতে নিয়েই পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে বার্সা। পরিচালনা করে নিজেদের রক্ষণকে সাজিয়েছে বার্সেলোনা। আজকের ম্যাচেও সেই রক্ষণ বিভাগের উপরই ভর করে কার্যত ৬ টা অফসাইড কারসাজি এর স্বীকার ডর্টমুন্ডের স্ট্রাইকাররা।