ISL 2024-25: “দলের ওপর বিশ্বাস রাখুন, আমার ফিরে আসব” নতুন কোচের নতুন লক্ষ্য, টানা দশ ম্যাচ জয় চাইছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো

0

কলকাতা:- বছরের শুরু থেকেই দল বোঝাতে রীতিমত তৎপর ইস্ট বেঙ্গল কোটি টাকার বিনিয়োগ নতুন স্পন্সারস, নতুন স্পোর্টিং প্রজেক্ট, সবকিছু মিলিয়ে রীতিমতো সরগরম ছিল ময়দান। একের পর এক বিনিয়োগ একের পর এক খেলোয়াড় স্বাক্ষর সব মিলিয়ে কার্যত হাতে-কলমে ইস্টবেঙ্গল কে কঠিন প্রতিপক্ষ ভেবেছিলেন বিশেষজ্ঞরা।

তবে এ যেন উল্টো পুরান। কোটি টাকার খেলোয়াড় ক্রয় আনোয়ার আলী থেকে হেক্টর, কেরালা থেকে জিক্সন এবং দিয়ামানতাকস সব মিলিয়ে দল গোছালেও খেলার মাঠে আশা প্রথম ফল দিতে পারেনি লাল হলুদ শিবির। মাঝে আবার কোচ বদল, নতুন কোচের মুখে ফেরানোর কথা।

ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কারের হাত ধরে কাল প্রথম ম্যাচে ওড়িশার বিরুদ্ধে নেমেছিল তারা তবে কোচ বদলেও ফল বদলাইনি লাল হলুদের। কলিঙ্গ স্টেডিয়ামে ঘরের মাঠে ইস্টবেঙ্গল কে দুই এক গোলে পরাস্ত করে সার্জিও লোবেরার উড়িষ্যা।

ম্যাচের শেষে দলকে নিয়ে রীতিমতো আত্মবিশ্বাসী নতুন কোচ অবশ্যই লড়াকু ফুটবল খেলে হারের মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল । অন্যান্য দিনের তুলনায় নিজেদের কিন্তু এক অন্য ছন্দে পেয়েছে তারা । সেটিকে ভর করেই আত্মবিশ্বাসী দলের একাংশ।

কোচের লক্ষ্য বাকি সমস্ত ম্যাচ জয় আই এস এল এর ২৫ শতাংশ ম্যাচ হেরে গিয়েছে তারা তবে লক্ষ্য আই এফ এল এর প্লে অফ সেই কারণেই বাকি ১০ টি ম্যাচ জিততে চায় ইস্টবেঙ্গল। তবে কোচের কপালে চিন্তার ভাঁজর রয়েছে চিন্তার কারণ একাধিক সুযোগ নষ্ট এবং গোল নষ্টের প্রবণতা।

ওড়িশার কাছে হারের পর ব্রুজ়ো বলেছেন, ‘আইএসএলের এক-চতুর্থাংশ শেষ হয়ে গিয়েছে। ছ’টি ম্যাচ খেলে ফেলেছি এবং আমাদের পয়েন্ট এখনও শূন্য। প্লে-অফে যোগ্যতা অর্জনের একমাত্র উপায় সেরা ছয়ে থাকা। সেরা ছয়ে শেষ করতে হলে আমাদের বাকি ১৮টির মধ্যে দশটি ম্যাচে জিততে হবে। হিসাব তাই বলছে। তাই আমরা এখনও লড়াইয়ে রয়েছি।”

”খেলা পুরোপুরি আমাদের দখলে ছিল। তবে অনেক সুযোগ মিস করেছি। ওরা ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর কাজ আরও কঠিন হয়ে গিয়েছিল। ওরা খেলার গতি কমিয়ে দিয়েছিল। আমাদের ধৈর্য হারানোর অপেক্ষা করছিল।’

ব্রুজ়োর সংযোজন, ‘তা-ও বলব আমরা ভাল খেলেছি। বেশির ভাগ সুযোগ আমরাই তৈরি করেছি এবং ওড়িশাকে প্রচুর সমস্যায় ফেলেছি। ওরা একটানা তিন-চার পাসের কোনও মুভ তৈরি করতে পারেনি। এক সময় আমাদের ভুলের অপেক্ষা করছিল যাতে পাল্টা আক্রমণ শুরু করতে পারে। দুর্ভাগ্যবশত সেই পাল্টা আক্রমণেই গোল হয়।’

ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ মোহামেডানের বিরুদ্ধে ৯ নভেম্বর। সেই ম্যাচটিতে ঘিরে রীতিমতো উত্তেজিত নতুন কোচ ম্যাচটি কে জিতেই নিজেদের আই এস এল এর পথচলা শুরু করতে চায় লাল হলুদ শিবির।