ISL 2024-25: তালালের জায়গায় ইস্টবেঙ্গলে প্রাক্তন বাগানী ? জেনে নিন বিস্তারি

0

ইমামি ইস্টবেঙ্গল এফসি সাত মেচে পরাজয় পাওয়ার পর, যখন ভাগ্যের চাকা ঘুরলো এবং আস্তে ধীরে দল ঘুরে দাঁড়াতে শুরু করল ঠিক তখনই একের পর এক চোট বেসামাল করে দিল দলকে। ওড়িষ্যা ম্যাচে হুগো বুমোর বিপক্ষে সংঘর্ষ যে চোট হয়েছে তাতে মাদিদ তালাল ছাড়া মৌসুমীর জন্যই দলের বাইরে ছিটকে গেছেন। এরই পরিবর্তন খুঁজে নিতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সরাসরি কথা বলছে প্রাক্তন মোহনবাগান প্লেয়ার জনি কাউকোর সঙ্গে।

বৃহস্পতিবার ওড়িষ্যার বিপক্ষে চটপে নি ব্রেস পরে মাঠের বাইরে বসে ছিলেন তিনি, খেলার শেষ বিপক্ষ দলের দুই প্লেয়ারের কাঁধে ভর দিয়ে ড্রেসিংরুম পর্যন্ত জান তিনি, ড্রেসিংরুম থেকে হুইল চেয়ারে করে গাড়ির অব্দি নিয়ে যাওয়া হয় লাল হলুদ দলের খেলোয়াড় কে। মাদিদ তলালের এমআরআই রিপোর্ট অনুযায়ী তার এ সি এল ইনজুরি হয়েছে, জীবনে ফুটবলের জন্য এটি খুবই গুরুতর চোট। এই চোটের দায় যে কোন ফুটবলারকে ৬ থেকে ৯ মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে।

এই সমস্ত কারণ গুলো কে কেন্দ্র করে শোনা যাচ্ছে মাদিদ তালালকে আনরেজিস্টর করিয়ে নতুন কোন খেলোয়ারকে রেজিস্টার করাতে পারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এরি ফলে যার নাম সবার আগে উঠে আসছে তিনি হলেন প্রাক্তন মোহনবাগান খেলোয়াড় জনি কাউকো, গত মৌসুমে মোহনবাগান দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ফুটবলার, তবুও এই মরশুমে দলে রাখেনি সবুজ বেলুন ম্যানেজমেন্ট। বর্তমানে কাউকো আই লিগের ইন্টার কাশি দলে খেলছেন।

সূত্রপাত খবর উঠে এলেও কোন কিছুই চূড়ান্ত ভাবে বলা যাচ্ছে না, বারে বারে সেই আর্থিক সমস্যাই দেখা দিচ্ছে দলের প্রতি। কারণ দল প্রায় তৈরি হয়ে যাবার পর মরশুমের মাঝে নতুন প্লেয়ার নেওয়া আর্থিক পরিস্থিতিতে সম্ভব নয় লাল হলুদ দলের পক্ষে। তবে আই লিগ থেকে আইএসএলে ফিরতে পারলে নিঃসন্দেহে খুশি হবেন জনি কাউকো।
কিন্তু ইন্টারকাসির চুক্তি ভেঙ্গে কি করে দলে আনবে লাল হল বাহিনী। কিন্তু সমস্তটা ঠিক থাকলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কাউকে লাল হলুদ জার্সি গায়ে দেখার যেতেই পারে।

দ্বিমিত্রীয়স দিয়ামানতাকস পাঞ্জাব ম্যাচেই ফিরতে পারে বলে কনফারেন্সে জানিয়েছেন তিনি, তবে সাউল ক্রিস্পোর এবছর মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম বলে জানা গিয়েছে। তবে ডার্বির আগে মাঠে দেখা যাবে বলে আশা করাই যায়।