ISL 2024-25: ইস্টবেঙ্গলের সামনে জামশেদপুর চ্যালেঞ্জ, কোচ ক্ষয়ের পরেও ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার বর্তমান লাল হলুদ কোচের!

0

কলকাতা:- বছরের পর বছর ধরে যেন একই কাহিনি চলছে ইস্টবেঙ্গল শিবিরে। তবে এই মরশুমও ভালো যায়নি মহেশদের। পরপর টানা তিনটি ম্যাচে হার সমর্থকদের কটাক্ষ থেকে শুরু করে দলের খেলোয়াড়দের ফিটনেস এর উপর প্রশ্ন সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আগের সপ্তাহেই কোচ – হীন হয়ে পড়ে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের কোচ পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দেন কোচ কার্লেস কুয়াদ্রত। কোচের পথ আস্ফালনের পরে অন্তর্বর্তী কোচ হিসাবে ইস্টবেঙ্গলের কলকাতা লিগের কোচ বিনো জর্জের অপুর দায়িত্ব পড়ে।

জলদি আইএসএল এ পয়েন্ট তালিকায় সর্বনিম্নে রয়েছে ইস্টবেঙ্গল তবে এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার দিয়েছেন বর্তমান লাল হলুদ কোচ বিনো জর্জ। আগামীকাল আই এস এল নিজেদের চতুর্থ ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে নামতে চলেছে তারা। বিনো জর্জের সামনে প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিল, একেবারে যেন হাড্ডা হাড্ডি লড়াই।

অপরদিকে জামশেদপুর তাদের পূর্ববর্তী কোচ খালিদ জামিলের হাত ধরে যেন এক নতুন মাত্রায় পৌঁছে গিয়েছে। তিন ম্যাচ খেলে দুটো জয় এবং একটি হার নিয়ে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে তারা। এবং ইস্টবেঙ্গল এই মুহূর্তে তিনটি ম্যাচ খেলেই তিনটিতেই হারের মুখোমুখি হয়ে একেবারে সর্বনিম্ন অধিষ্ঠান করছে।

তবে দল নিয়ে আত্মবিশ্বাসী বর্তমান লাল হলুদ কোচ বিনো জর্জ চলতি আইএসএলে এখন অব্দি পয়েন্ট না এলেও দলের মধ্যে থাকা খেলোয়াড়দের নিয়ে আশাবাদী কোচ।

বিনো বলেছেন, ‘আমি জানি, জামশেদপুর এফসি-র বিরুদ্ধে দারুণভাবে প্রত্যাবর্তন ঘটাবে দল। খেলোয়াড়দের উপর আমরা পূর্ণ আস্থা আছে। ওদের দক্ষতার উপরেও ভরসা আছে। ওরা কঠোর পরিশ্রম করছে। গত ৩ ম্যাচের ফল আমাদের পক্ষে যায়নি। আমরা কিছু ভুল করেছি। তা সত্ত্বেও আমি জানি, ছেলেরা প্রত্যাবর্তন ঘটাতে পারে। এটাই ইস্টবেঙ্গলের চরিত্র। ফুটবলাররা নিজেদের দায়িত্ব জানে।’

এছাড়াও পূর্বোত্তর কোচ চলে যাওয়ার পরে মাথায় যেন অতিরিক্ত বোঝা বিনো এর। প্রথম বড় কোন লিগে কোচের পদে তিনি এবং মুখোমুখি খালিদ জামিলের তরুণ সেনা।

এই প্রসঙ্গে বিনো বলেছেন’আইএসএল লম্বা লিগ। আমাদের এখনও ২১ ম্যাচ বাকি। খেলোয়াড়দের মধ্যে ভালো বোঝাপড়া গড়ে উঠেছে। এই মরসুমে আমাদের দল শক্তিশালী। আমরা জয় পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি। আশা করি শনিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ভালো খেলে আমরা জয় পাব। সমর্থকদের কাছে আমার অনুরোধ, জামশেদপুরে এসে আমাদের সমর্থন করুন। আমরা ১০০ শতাংশ দেব।’