কলকাতা:- মাঝপথে থেমে গেল উড়িষ্যার নায়কের জয়রথ, এক বছরের জন্য মাঠ ছাড়লেন প্রাক্তন বাগান তারকা। চোট পেয়ে মরসুম শেষ হলো স্ট্রাইকার রয় কৃষ্ণার, এই বছর তাকে আর বল পায়ে দেখা যাবেনা আই এস এল এর মঞ্চে। লিগামেন্টে ভয়ানক চোটের কারণে ছিটকে গেলেন উড়িষ্যার এই তারকা। পায়ের লিগমেন্টে ACL থ্রি ইনজুরি হয়েছে তার। এ ধরনের চোট প্রায়শই অনেক বড় বড় তারকার কেরিয়ার ধসিয়ে দিতে পারে। মূলত ফুটবলের সঙ্গে ইনজুরি এই শব্দটা যেন একে অপরের পরিপূরক। মাঝেমধ্যেই লক্ষ্য করা যায় ফুটবলারদের এক এক সময় এক এক ধরনের চোট লেগেছে। তবে লিগামেন্টের এই বিশেষ চোট কিন্তু সারিয়ে ওঠা বেশ কষ্টকর, এমনকি এই চলতি বছরে বিদেশের ফুটবল থেকে শুরু করে ভারতীয় ফুটবলের ক্ষেত্রেও অনেক তারকা খেলোয়াড় এই চোটজনিত কারণে কার্যত এক বছরের জন্য মাঠের বাইরে থাকবেন।
আগের বছরই সের্জিও লোবরার উড়িষ্যায় স্ট্রাইকার হিসেবে যোগ দিয়েছিলেন কৃষ্ণ। গত বছরও ভালো ফল দেখিয়েছেন তিনি,এমনকি এই মৌসুমেও তার পারফরমেন্স প্রশংসনীয়। কিন্তু এই চোটের কারণে ধাক্কা কতটা সামলে ঘুরে দাঁড়াতে পারবে উড়িষ্যায় সি সেটা কিন্তু নজর কারবার মতো।
প্রধান স্ট্রাইকারের মাঠ ছাড়বার পরে বেশ অনেকটাই চাপের মুখে পড়েছে কর্তৃপক্ষ দলের আক্রমণ বিভাগে অনেকটাই ফাঁক রয়েছে বলে মনে করছেন কোচ সার্জিও লোভেরা।
তিনি বলেছেন, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে রয় কৃষ্ণ চলতি মরসুমের জন্য ছিটকে গিয়েছে। আমাদের মেডিক্যাল টিম সে কথা জানিয়েছে। আমরা একজন অবিশ্বাস্য খেলোয়াড়কে হারাচ্ছি। আমি যাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে অন্যতম সেরা পেশাদার ফুটবলার। আমি নিশ্চিত, ও দ্রুত ফিট হয়ে উঠবে এবং আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরে আমাদের দলকে সাহায্য করবে। এই ধরনের ধাক্কা সামাল দেওয়া কঠিন। তবে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের কাজ ভালোভাবে করে যেতে হবে।’
রয় কৃষ্ণ এর চলে যাবার পর উড়িষ্যার আক্রমণ বিভাগের দরকার একজন দায়িত্ববান এবং অভিজ্ঞ স্ট্রাইকার এবং সেদিকেই রীতিমতো নজর রাখছে কর্তৃপক্ষ। কৃষ্ণার পরিবর্তণ হিসেবে সব থেকে বেশি চর্চিত নাম বর্তমান ইস্টবেঙ্গল তারকা ক্লিটন সিলভার।
আগের মৌসুমের দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি তবে এই মৌসুমে নতুন কোচ অস্কারের তত্ত্বাবধানে তেমন গেম টাইম পান না সিলভা। এমনকি বয়সজনিত কারণেও সমস্যা দেখা যাচ্ছে তার। এমতাবস্থায় কথা চলছিল যে ক্লেলটন সিলভাকে পরিবর্তন করে ইস্টবেঙ্গল দলে আনবে প্রাক্তন বসুন্ধরা খেলোয়াড় রবসন রবিনহো কে। উড়িষ্যার কর্তৃপক্ষের দিক থেকে সূত্র মারফত খবর, সিলভার ওপর নজর রেখেছে তারা।
অর্থাৎ উড়িষ্যার আক্রম বিভাগকে শক্ত করতে বর্তমান ইস্টবেঙ্গল তারকাকেই দলে চাইছে তারা।