ISL 2024-25: ঘরের মাঠে বিধ্বংসী মোহনবাগান, খালিদ জামিলের সৈন্য কে ৩ গোলের মালা পড়ালো মোলিনার দল

0

কলকাতা:- পরপর তিনটি জয় ফির মাঝে উড়িষ্যার বিরুদ্ধে কলিঙ্গ তে ড্র। মাঝে রয়ে গেল আন্তর্জাতিক বিরতি বিরতি শেষ করেই আবারো যেনো পুরনো ছন্দে ফিরে এলো কলকাতার চেনা প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট। উড়িষ্যার ম্যাচের পূর্বে পরপর তিনটি ম্যাচে ই ক্লিন সিট অব্যাহত রেখেছিল তারা। কিন্তু কলিঙ্গ স্টেডিয়ামে উড়িষ্যার মুখোমুখি হয়ে প্রাক্তন মোহনবাগান খেলোয়াড় হুগো বুমোড় কাছে গোল হজম করে ড্র করে তারা। কিন্তু এবার আর পয়েন্ট নষ্ট করতে চাইনি বাগান শিবি র ঘরে ফিরেই বড় জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে মোহনবাগান।

আজ নিজেদের সবটা দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছানোর লড়াইয়ে নেমেছিলেন কোচ মলিনা তিনি বলেছিলেন এই ৩ পয়েন্ট দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। যেমন বলা তেমন কাজ ঘরে ফিরেই খালিদ জামিলের জামশেদপুর কে তিন শূন্য গোলে পরাস্ত করল সবুজ মেরুন শিবির।

বিরাট ব্যবধানে জয় ম্যাচের ১৫ মিনিটের থেকেই যেন এক পুরনো কায়দায় বল পায়ে দখল রেখেছিল মোহনবাগান। ফুটবল কার্যত মাছ মাঠে যেন নিজেদের কর্তৃত্বে টেনে নিয়েছিল তারা এবং প্রথম গোলটিও আসে সেভাবে বরাবর সেটপিস এর ক্ষেত্রে মোহনবাগান কেমন ঘাতক নয় কিন্তু আজ ম্যাচের ১৫ মিনিটের মাথায় ডিমি পেট্রাটোস এর করা কর্নার কে হাফ বলি লাগিয়ে বিপক্ষ এর জালে জড়িয়ে দেন রক্ষণ বিভাগ প্রধান টম আলড্রেড। টম এর গোলে কিছুটা হলেও স্বস্তিতে বাগান ।

কিন্তু এরপরই ঘটে গেল দুর্দান্ত ঘটনা ছন্দে ফিরলেন ভারতীয় তারকা খেলোয়াড় লিস্টন কোলাসো। এই বছরের প্রথম গোল এলো তার পা থেকে রীতিমতো প্রতিপক্ষ রক্ষণ বিভাগকে ড্রিবল করে নিজস্ব পারদর্শিতার জেরে এলো গোল।দ্বিতীয়ার্ধের আগেই জোড়া গোলে লিভ নিয়ে কার্যত ছন্দে মোহনবাগান।

কিছুটা হলেও শান্ত ফুটবল খেলেছে কলকাতা প্রধান ৭৫ মিনিটের মাথায় অস্ট্রেলিয়ান খেলোয়াড় জেমি ম্যাকলারেনের করা গোলে জামশেদপুর কে লজ্জার হার পুরস্কার দেয় বাগানের আক্রমণ ভাগ।

এভাবেই আন্তর্জাতিক বিরতির পরে ই দুর্দান্ত ফুটবল খেলে আই এস এল এর টেবিলে শীর্ষ অবস্থান করছে মোহনবাগান ।