কোলকাতা:- যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ইন্ডিয়ান সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে কিনা ওড়িশা এফসি বিরুদ্ধে নামতে চলেছে কলকাতা তিন প্রধানের এক প্রধান ইমামী ইস্টবেঙ্গল এফসি। দুই দলই তাদের গুরুত্বপূর্ণ প্লেয়ারদের পাচ্ছে না আজকের ম্যাচে। তারপরও যে কড়া লড়াই আশা করা যাচ্ছিল আজকের ম্যাচে তাই দেখা গেল।
A hard-fought victory 🙌 as we complete the double over EBFC ✌️#OdishaFC #KalingaWarriors #EBFCOFC #ISL #AmaTeamAmaGame pic.twitter.com/n9UDK57RPy
— Odisha FC (@OdishaFC) December 12, 2024
খেলা শুরু হয় ওড়িশা এসির আক্রমণ দিয়ে, লোবেরার দল কোথাও যেন মরিয়া ছিল আজকের ম্যাচের ৩ পয়েন্ট পাওয়ার জন্য, অন্যদিকে অস্কার ব্রজনের দল খাতায় কলমে বেশ পিছিয়ে থেকেও দারুন লড়াই তুলে এনেছি আজকের ম্যাচে, কিন্তু কোথাও যেন কপাল সাত দিলো না তাদের । খেলা শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যে মাসেল ইনজুরির কবলে পড়তে হল মাদিদ তালালকে। ওড়িশার উঠে আসা একাধিক আক্রমণ মাঝখামাঠেই রুখে দেয় অস্কার ব্রঝনের দল। বেশ কিছু গুরুত্বপূর্ণ আক্রমণ উঠে আছে ওড়িশার এসির কিন্তু শেষমেষ সঠিক দিশা না পাওয়ার কারণে কোন সমস্যা পরতে হয় না লাল হলুদ বাহিনীকে। পালটা আক্রমণের ধার বেশ জোড়ালো হয় লাল হলুদ বাহিনীর। প্রথমার্ধের শেষ মুহূর্তে ৪৩ মিনিটের মাথায় জ্যাকসন সিং কে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় অর্থাৎ অর্থাৎ একজন খেলোয়াড় কমে যায় লাল হলুদ দলের এবং এরই সাথে ০ – ০ গোল সংখ্যা প্রথমার্ধ শেষ হয়।
দ্বিতীয়ার্ধে ওড়িষ্যা আরো জোরালো আক্রমণ উঠিয়ে আনে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আক্রমণের দায় সমস্যায় পড়তে হয়েছে লাল হলুদের গোলরক্ষক কে। ওড়িষ্যা এফসি একাধিকবার লাল হলুদের রক্ষণভাগকে ভেদ করা পাস বাড়ায় তাদের আক্রমণ ভাগের খেলোয়াড়ের উদ্দেশ্যে। একজন খেলোয়াড়ের পিছিয়ে থাকা সত্ত্বেও ক্রমশ লড়াই চালিয়ে যায় লাল হলুদ দল। তারাও বেশ কিছু পাল্টা আক্রমণ তুলে আনে। এবং এরই ফলে ম্যাচের ৫৩ মিনিটে কর্নার থেকে আসা একটি বলে গোল করে দেন লালচুঙঙ্গলুঙ্গা। যার ফলে একজন খেলোয়াড়ের পিছিয়ে থাকলেও গোল সংখ্যায় এগিয়ে যায় ইমামী ইস্টবেঙ্গল এফসি। এরই পাল্টা আক্রমণে ৫৫ মিনিটের মাথায় জেরি এক গোল করেই সমতা ফেরায় ওড়িশা এফসির। সমতা ফেরানোর পর ওড়িষ্যা ক্রমশ আক্রমণের ধার বাড়াতে থাকে এবং একাধিক সমস্যায় পড়তে হয় লাল হলুদের রক্ষণভাগকে।
ম্যাচের শেষ মুহূর্তে ৮১ মিনিটের মাথায় দিয়েগো মরিসিওর করা বেক মাইনাস থেকে হুগোবুমোস জালে বল জড়িয়ে দেয়। এর সাথে ২-১ গোল সংখ্যায় পিছিয়ে পড়ে লাল হলুদ বাহিনী। বেশ কিছু পরিবর্তন দ্বারা চেষ্টা করলেও গোল সংখ্যার কোন পরিবর্তন হয় না। এবং আজকের ম্যাচে ওড়িশা এফসি ২-১ গোল সংখ্যায় ইস্টবেঙ্গল এফসি কে পরাজিত করে।