কলকাতা:- টানা তিন ম্যাচে পরাস্ত ইস্টবেঙ্গলের অন্দরে হপ্তাখানেক আগে অব্ধ রীতিমত চললো পরিবর্তন। পরপর হারের মুখোমুখী হওয়া থেকে নতুন কোচ এর আগমন সবকিছুর পরেও ফলাফল যেনো একইরকম রয়ে গেলো তাদের।
আজ জামশেদপুর এর ঘরের মাঠে নিজেদের প্রথম জয়ের খোঁজে নেমেছিল ইস্টবেঙ্গল, বিপক্ষে প্রাক্তন লাল হলুদ দ্রোণাচার্য “খালিদ জামিল”। কিন্তু আবারও একই ফলাফল নিয়ে পরাস্ত হলো ইস্টবেঙ্গল।
বছরের পর বছর ধরে যেন একই কাহিনি চলছে ইস্টবেঙ্গল শিবিরে। তবে এই মরশুমও ভালো যায়নি মহেশদের। পরপর টানা তিনটি ম্যাচে হার সমর্থকদের কটাক্ষ থেকে শুরু করে দলের খেলোয়াড়দের ফিটনেস এর উপর প্রশ্ন সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আগের সপ্তাহেই কোচ – হীন হয়ে পড়ে ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গলের কোচ পদ থেকে স্বেচ্ছায় ইস্তফা দেন কোচ কার্লেস কুয়াদ্রত। কোচের পথ আস্ফালনের পরে অন্তর্বর্তী কোচ হিসাবে ইস্টবেঙ্গলের কলকাতা লিগের কোচ বিনো জর্জের ওপর দায়িত্ব আসে।
খেলার প্রথম থেকেই এক অজানা ছন্দে ছিল লাল হলুদ তবে ম্যাচের স্কোর লাইন সেটা হয়ত বলছেনা। বল দখল থেকে আক্রমণ সব বিভাগে এগিয়ে থাকলেও ২১ মিনিটের মাথায় এগিয়ে যায় ঘরের দল জামশেদপুর। খালিদ জামিলের তরুণ সেনার এক খেলোয়াড় তাছিলওয়াকা এর শটেই ১-০ গোলে এগোয় তারা। রীতিমত আবারও বল দখল ইস্টবেঙ্গলের, তবে আবারও সেই অজস্র সুযোগ হাতছাড়া করলো তারা।
Full-time#JFCEBFC pic.twitter.com/1AbWVqBCt5
— East Bengal FC (@eastbengal_fc) October 5, 2024
দ্বিতীয়ার্ধের শুরুতেই আরো জোড়ালো আক্রমণ শুরু করে জামশেদপুর তবে ইস্টবেঙ্গলের রক্ষন দৃঢ় ও প্রত্যয়ী। কিন্তু মুহুর্মুহু আক্রমণের সামনে যেনো নিমেষেই ভেঙে পড়লো রক্ষন বিভাগীয় সচলতা।
And the full time whistle wraps up our best ever start to an ISL campaign 💪
Maza aaya ki nahi, Jamshedpur? 😉#JamKeKhelo pic.twitter.com/5vpNyxOd5A
— Jamshedpur FC (@JamshedpurFC) October 5, 2024
দ্বিতীয়ার্ধ ও প্রথমার্ধ মিলিয়ে মোট ২৫-২৬ টা শট মেরেছে ইস্টবেঙ্গল তবে একাধিক সুযোগ নষ্ট থেকে চুন্নুংগা এর অন গোল, সব মিলিয়ে ৭৫ মিনিটের মাথায় ব্যাকফুটে চলে যায় তারা।
খেলার ৮২ মিনিটের মাথায় আবারও নিজেদের মধ্যে উত্তাপ আনে ইস্টবেঙ্গল। তালাল থেকে বিষ্ণু একের পর এক জোড়ালো শট এবং সুযোগ তৈরির আপ্রাণ চেষ্টা চললেও আজ মাঠে কার্যত অদৃশ্য ছিলেন লাল হলুদ বাহিনীর স্ট্রাইকার ক্লেইটোন সিলভা।
নতুন কোচ বিনো জর্জের হাত ধরে নতুন পথচলা শুরু হলেও ফলাফল এখনো একই রকম আসছে ইস্টবেঙ্গলের। জামশেদপুরের বিরুদ্ধে এই হারের দরুন টানা চার ম্যাচে চারটিতে পরাস্ত হয়ে লাল বাহিনী টেবিলের সর্বনিম্নে।