ISL 2024-25:- ইস্টবেঙ্গলে রবসন রবিনহো, ক্লেইটনের বিদায়ঘণ্টা! প্রাক্তন ছাত্রকে দলে টানতে চাইছেন হেডস্যার অস্কার

0

কলকাতা:- আইএসলের শুরুটা মোটেও ভালো হয়নি লাল হলুদের তবে বর্তমানে এশিয়ার মঞ্চে নিজেদের নতুন করে তুলে ধরাই তাদের সর্বপ্রথম লক্ষ্য। এএফসি চ্যালেঞ্জ লীগে রীতিমত টেবিল টপার ইস্টবেঙ্গল। নতুন কোচ থেকে নতুন পরিকল্পনা এইসবের মাঝেই যেন কোথাও গিয়ে মাথাব্যথার কারণ রয়েছে ইস্টবেঙ্গলের। হিজাজি থেকে ক্লেইটন সিলভা মূলত এই দুজনের খেলার পারফরম্যান্স দেখেই এদেরকেই কার্যত মাথা ব্যথা বলে ধরছে কর্তৃপক্ষ।

মাস খানেক আগে কোচ বদল হয়েছে অর্থাৎ নতুন কোচ আসবার পর একাধিক নতুন পরিকল্পনা নতুন নাম দলের সঙ্গে জুড়বে এটাই সম্ভবত স্বাভাবিক। তাই নতুন পরিকল্পনামতাবিক এবং নিজেদের খেলার পারফরম্যান্স হিসেবে হিজাজি এবং সিলভাকে দলে রাখতে চাইছেন না অস্কার।

ইস্টবেঙ্গলের র‍্যাডারে ছিল অনেক হাইপ্রোফাইল কোচ এবং সেইসব দুর্দান্ত কোচের ঝুলি থেকে অস্কারের নাম রীতিমতো উঠে এসেছে এখন নতুন পরিকল্পনা অনুসারী নতুন দ্রোণাচার্যের হাত ধরেই দলে পরিবর্তন করবে লাল হলুদ। অস্কারের মতে ক্লেইটন সিলভা এর পরিবর্তন হিসেবে আনতে হতে পারে বসুন্ধরা কিংসের বর্তমান স্ট্রাইকার রবসন রবিনহো কে।

এক ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের বদলে অপর ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। উল্লেখ্য গত বছর বাংলাদেশের বসুন্ধরা কিংসের হয়ে অনবদ্য পারফরমেন্স করেছেন রবসন রবিনহো। অপরপক্ষে এই বছর নিজের সম্পূর্ণটা দিয়ে কোথাও গিয়ে যেন খেলতে পারছেন না সিলভা। তাই সিলভার বদলে রবসনকে আনতে মরিয়া অস্কার।

প্রাক্তন ক্লাব থেকে নিজের পুরনো ছাত্রকেই দলে টানতে চাইছেন কোচ সঙ্গে শক্তিশালী করতে চাইছেন নিজেদের আক্রমণ বিভাগ। এই বছর কোথাও গিয়ে যেন গোল সংখ্যা কমেছে ক্লাইটন সিলভার, তাই তার ওপর থেকে কর্তৃপক্ষের নজর কিন্তু উঠে গেছে।

আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ফ্রি এজেন্ট হিসেবে থাকবেন এই তারকা এবং সেই সময়ই ময়দানে আসতে পারেন এক অনবদ্য ব্রাজিলিয়ান স্ট্রাইকার।