ISL 2024-25: “মেসি” জাদুতেও শেষ রক্ষা হলনা ইস্টবেঙ্গলের, সুপার সিক্সের স্বপ্ন ভঙ্গ অস্কার বাহিনীর!

0

কলকাতা:- নতুন বিদেশি এনেও ভাগ্য ফিরল না ইস্টবেঙ্গলের। জানুয়ারি মাসেই দুই নতুন বিদেশি অর্থ্যাৎ সেলিস ও রাফায়েল মেসি কে দলে নিয়েছে লাল হলুদ। সেই দুই বিদেশি এনেও ঘরের মাঠে আজ ৩ গোল হজম করতে হলো অস্কার বাহিনীকে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ চেন্নাইয়ের বিরুদ্ধে ৩-০ গোলে পর্যদুস্ত হয়ে কার্যত সুপার সিক্সের দৌড় থেকে ছিটকে গেলো ইস্টবেঙ্গল। কোথায় হচ্ছে আসল গলদ? আসুন জেনে নেওয়া যাক !

সুপার সিক্সে ওঠার যাবতীয় সম্ভাবনা ইস্টবেঙ্গল এফসি-র সামনে কার্যত শেষ হয়ে গেল। প্রাক্তনী চিমা চুকুর শেষ মুহূর্তে করা গোলেই ছিটকে গেলো ইস্টবেঙ্গল। ম্যাচের ১৩ মিনিটে নিশু কুমারের আত্মঘাতী গোলে প্রথম ধাক্কা খেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। এরপর মাত্র ৭ মিনিটের মধ্যেই আসে দ্বিতীয় গোল। গোল করলেন উইলমার জর্ডন।

আজ চোট সারিয়ে দলে ফিরেছেন মিডফিল্ড জেনারেল সল ক্রেসপো এবং ডিফেন্ডার আনোয়ার আলী। চোট সারিয়ে ফিরলেও মাঠে যেনো আজ কার্যত দিশাহীন ছিলেন এই দুজন তারকা খেলোয়াড়। হিজাজি মাহারের চোটের পর রীতিমত ভঙ্গুর অবস্থা মশাল বাহিনীর এবং সেই সময় আবারও রক্ষন বিভাগের উপর প্রশ্ন উঠছে। ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার চুননুঙ্গা, পরিস্থিতি নিয়ে রীতিমত উত্তাল যুবভারতী।

একদিকে যখন ডিফেন্সের একের পর এক গলদ সেই সময়ই এক নতুন স্ট্রাইকার কে দলে এনেছে কর্তৃপক্ষ । রক্ষন বিভাগ পরিবর্তন কিংবা সেদিকে বিনিয়োগ না করে আবারও এক নয় বিদেশি স্ট্রাইকার আসায় প্রশ্ন উঠেছিল কোচ অস্কারের ওপর। এবং কার্যত সেই অচলাবস্থা এর জন্যই সুপার সিক্সের থেকে দূরে চলে গেল ইস্টবেঙ্গল।

আজ চেন্নাই এর বিরুদ্ধে ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করেছেন ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগের তারকারা। ৫৪ এবং ৫৮ মিনিটে গোল করার সহজতম সুযোগ মিস করলেন যথাক্রমে সাউল ক্রেসপো এবং রিচার্ড
সেলিস। লিগ টেবিলে ইস্টবেঙ্গল আরও একবার ১১ নম্বরে নেমে গেল।