CHAMPIONS TROPHY 2025 : চাপে পড়ে হাইব্রিড মডেলে সম্মতি পাকিস্তানের ! তবে রাখলো একাধিক শর্ত !

0

কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফি নিতে জটিলতা কাটতে চলেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে তেমনই উল্লেখ।আইসিসি, বিসিসিআই বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে পিসিবি শর্তসাপেক্ষে হাইব্রিড মডেল মানতে চলেছে বলেই সূত্রের খবর।

গতকাল আইসিসির বোর্ড মিটিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বেশিক্ষণ আলোচনাই হয়নি। বিসিসিআই জানিয়ে দেয়, কেন্দ্রের নির্দেশ মেনেই পাকিস্তানে দল পাঠানো হবে না। অন্যদিকে, পিসিবিও নিজেদের দেশেই টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে অনড় থাকে।

 

জানা গিয়েছিল, ওই বৈঠকেই বলা হয় বিসিসিআই ও পিসিবিকে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানসূত্র বের করতে। এই প্রক্রিয়ায় অন্যান্য় ২-৩টি দেশের বোর্ডও মধ্যস্থতা করতে পারে। টুর্নামেন্ট পাকিস্তান থেকে সরানো হলে পিসিবির বিপুল আর্থিক ক্ষতিরও সম্ভাবনা রয়েছে।

 

সেই কারণেই পিসিবি ঢোঁক গিলতে চলেছে বলে মনে করছে ক্রিকেট মহল। টু্নামেন্টের আয়োজনের স্বত্ত্ব যাতে পাকিস্তানের হাতেই থাকে, সেই বিষয়টিতেই জোর দেন পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভি। তিনি দুবাইয়েই রয়েছেন। উল্লেখ্য, ২০২১ সালে পাকিস্তানকে এই টুর্নামেন্টের আয়োজক দেশের তকমা দেওয়া হয়েছিল।

হাইব্রিড মডেল অনুসারে, ভারতের গ্রুপ পর্বের সব ম্যাচ হবে দুবাইয়ে। সেক্ষেত্রে ভারত-পাকিস্তান ম্যাচটিও সেখানেই হবে। ভারত সেমিফাইনাল বা ফাইনালে উঠলে তবেই সেই ম্যাচগুলি পাকিস্তান থেকে সরবে, নচেৎ নয়। ভারত নক-আউট পর্বে না উঠলে সেই ম্যাচগুলি লাহোরে হবে।

সেই সঙ্গে পিসিবি আইসিসিকে জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে ভারতে আইসিসির যে গ্লোবাল ইভেন্টগুলি হবে, তাতে পাকিস্তানের ম্যাচগুলি যেন নিরপেক্ষ দেশে ফেলা হয়। তবে পাকিস্তানের সব শর্তই যে মানা হবে তেমনটা নয়।

সূত্রের খবর, দুবাইয়ে যে ম্যাচগুলি হবে তার টিকিট বিক্রি বা গেট রেভিনিউ পুরোটাই পাবে এমিরেটস ক্রিকেট বোর্ড। এখানে পিসিবির সঙ্গে কোনও ভাগাভাগি হবে না। গতকাল জানানো হয়েছিল, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সমাধানসূত্র বের করতে বলা হয়েছে বিসিসিআই ও পিসিবিকে নিজেদের মধ্যে আলোচনা করে। ২৪ ঘণ্টা অতিক্রান্ত। তারই মধ্যে আসছে পিসিবির হাইব্রিড মডেল মেনে নেওয়ার সম্ভাবনার কথা। শেষে পরিস্থিতি কী দাঁড়ায় সেদিকেই তাকিয়ে সকলে।