মহামেডানের বিদায়ী আইএসএল? চিঠি দিয়ে হুশিয়ারি এফএসডিএলের 

0

কলকাতা: আইএসএল থেকে কি এবার বিদায় নেবে মহামেডান? বিদায়ী চিঠি দিয়েই হুশিয়ারি দিয়ে দিলো এফএসডিএল। সময়সীমা বেধে দিল আইএসএল কর্তৃপক্ষ! ইনভেস্টার সমস্যা থেকে শুরু করে বকেয়া বেতন, এর পাশাপাশি শেয়ার কেন্দ্রিক জটিলতা এই সমস্ত কারণেই একেবারে সময়সীমা ধার্য করে চিঠি দিল আইএসএল সংগঠক সংস্থা।

চলতি বছর টা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাইবে মহামেডান। অর্থনৈতিক জটিলতা হোক কিংবা খেলোয়াড়দের বুকে আবেদন তার পাশাপাশি দুই বিনিয়োগকারী সংস্থার শেয়ার কেন্দ্রিক সমস্যা। এই সমস্ত কিছুর মাঝে একবারে জর্জরিত তারা। তার মাঝেই আইএসএল সংগঠক সংস্থাকে বুধবার দিন চিঠি মারফত নিজেদের না থাকার কথা পরিষ্কার করে দিয়েছে শ্ৰাচী। পরবর্তীতে এই সমস্যাকে ঘিরে বৈঠক বসে সাদা কালো শিবিরের তাবুতে কিন্তু লাভের লাভ কিছুই হয়নি।

যাবতীয় জল্পনার মাঝে একেবারে শেষ মুহূর্তের সময়সীমা বেঁধে মহামেডানকে অন্তিম মুহূর্তে চিঠি দিল এফএসডিএল। ঝুলে রয়েছে পরের বছরের আইএসএলে খেলবার যোগ্যতা অর্জন। এফএসডিএল জানিয়েছে, “পার্টিসিপেশন এগ্রিমেন্টের আওতায় ব্যাঙ্ক গ্যারান্টি পেশ করতে পারেনি মহামেডান। শেয়ার হস্তান্তর নিয়েও ঢিলেমি চলছে। শ্রাচী স্পোর্টসের চিঠিও আমরা পেয়েছি। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আইএসএল খেলতে গেলে আর্থিক নিশ্চয়তা থাকা একান্ত প্রয়োজন। ক্লাবের মুখ্য ইনভেস্টর যদি এইভাবে সরে দাঁড়ায়, তাহলে দল চালানোর আর্থিক ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবেই।”

এছাড়াও পরবর্তী সাত দিনের মধ্যে নতুন স্পন্সর এর নামও জানাতে বলা হয়েছে মহামেডানকে, নতুবা আইএসএল থেকে বহিষ্কারের পথে যেতে পারে সাদা কালো শিবির।