ভারতীয় ফুটবলের ফিরতে চলেছে স্বর্ণযুগ? এবার “স্পাইডারম্যানের” হাতেই তুলে দেওয়া হলো জাতীয় দলের ডিরেক্টর পদ

0

কলকাতা:- ভারতীয় ফুটবলের ডিরেক্টর প্রতি নিযুক্ত হতে চলেছেন খোদ ভারতের স্পাইডারম্যান। এক চেনা মুখকে নিয়েই এবার তোলবার ভারতীয় ফুটবল মহল। একাধিক ফুটবল ম্যাচ অধিনায়ক হিসেবে এমনকি খ্যাতির দিক থেকেও কিছু কম যান না সুব্রত পাল। এবার ভারতীয় ফুটবলের এক গুরু দায়িত্বে বসতে চলেছেন সুব্রত। আজ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির বৈঠকে পাকাপাকিভাবে সুব্রত পালের নাম ডিরেক্টর পদে ঘোষণা করা হয়। তারপর থেকেই রীতিমতো উত্তাল ভারতীয় ফুটবল সমর্থকদের সামাজিক মাধ্যম।

এর দশকেরও বেশি সময় থেকে ফুটবলের সঙ্গে আত্মিক জোক সুব্রত পালের এক কথায় ভারতের স্পাইডারম্যান। ইস্টবেঙ্গল মোহনবাগান এমনকি আইএসএল এর বিভিন্ন ক্লাব এর পাশাপাশি ভারতীয় দলের বাজপাখি। একসময় প্রচলিত ছিল যে সুব্রত গোলে দাঁড়ালে বল নাকি গলে ঢুকতে ভয় পায়। এবার সেই সুব্রত পালি তবে কি ভেঙে পড়া ভারতীয় ফুটবলের হাল ফেরাবেন?

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সম্পাদক হিসেবে আজ সুব্রত পালের নাম ঘোষণা করেন প্রাক্তন ভারতীয় তারকা আই এম বিজয়ন। আজ বৈঠকে উপস্থিত ছিলেন সাব্বির আলি, ভিক্টর অমলরাজ, হরজিন্দর সিং, ক্লাইম্যাক্স লরেন্সের মতো প্রাক্তন ফুটবলাররা। এছাড়া উপস্থিত ছিলেন ফেডারেশনের সচিব অনিল কুমার, কোষাধ্যক্ষ কিপা অজয় এবং টেকনিক্যাল ডিরেক্টর সৈয়দ সাবির পাশা।

ভারতীয় ফুটবলের বর্তমান হাল হকিকত দেখলে বোঝা যায় ২০১৭ বিশ্বকাপ খেলার স্বপ্ন এখনো বহুদূর। তৃণমূল পরিষেবা থেকে স্তরীয় খেলাধুলার প্রসার কোন কিছুতেই যেন ভারতীয় ফুটবলের উন্নতি বর্তমানে পর্যবেক্ষিত হচ্ছে না। এর মাঝেই আজ এআইএফ এফের সর্বসাধারণ কমিটির বৈঠকে নিজেদের নতুন ডিরেক্টর এর নাম ঘোষণা করে হয়তো ফুটবলের উন্নতিকেই আরেকটু প্রগাঢ় করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।

সুব্রত পালের তত্ত্বাবধানে তৈরি হয়েছে একটি দল। যার মূল কাজ, জাতীয় দলের পারফরম্যান্স খতিয়ে দেখার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। আজ বৈঠকের মূল পর্ব থেকে মূলত সুব্রত পালকে নিয়ে একটি মন্ত্রই উঠে আসে বারংবার উপরিমহলের কর্তাদের মতে সুব্রত পালের মতো অভিজ্ঞ খেলোয়াড়েরা ডিরেক্টর পদে বসলে অন্তিম অবস্থায় ভারতীয় ফুটবলেরই উন্নতি সাধন হতে চলেছে।