কাতালান শিবির থেকে লোনে বেতিসে গেলেন ব্রাজিল তুর্কি ভিটর রোকে 

0

কলকাতা:- পরবর্তী প্রজন্মে অন্যতম সেরা খেলোয়াড়দের তালিকায় থাকা ব্রাজিলিয়ান তরুণ তুর্কি ভিটর রোকে গেলেন স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসে। আগের মরশুমে এফসি বার্সেলোনার হয়ে ৬০ মিলিয়ন ইউরোর বিনিময় পাঁচ বছরের জন্য স্বাক্ষর করেছিলেন তিনি। তবে সঠিক পরিবেশ এবং উপযুক্ত গেম টাইম এর অভাবেই কাটালান শিবির কে বিদায় জানিয়ে দু বছরের লোনে রিয়াল বেটিসে গেলেন এই ব্রাজিলিয়ান তারকা।

ব্রাজিলের এই তরুণ ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চে নিজের ছাপ ফেলেছেন, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজের দেশের প্রতিনিধিত্ব করেছেন। রিয়াল বেটিসে তার আগমনের সাথে সাথে, রোক তার প্রতিভাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, অনুরাগী এবং পন্ডিতরা একইভাবে উত্তেজনাপূর্ণ।

দু বছরের জন্য হয়েছে এই লোন ডিল। হাতের মুঠোয় আর্সেনাল, বায়ান মিউনিখ সহ ছিল একাধিক সৌদি আরবের অফার তবে সেগুলোকে এক ঘরে করে স্পেনের ক্লাবের হয়েই খেলতে তৎপর এই ব্রাজিলিয়ান তারকা। ২০২৬ এর জুলাই অব্দি এই লোন স্বাক্ষরিত হওয়ায় আবারও বার্সেলোনায় ফিরবে এই তরুণ প্রজন্মের খেলোয়াড়।