ইন্টার কাশীকে ৩ গোলের মালা পড়ালো ব্যাঙ্গালুরু এফসি, জন্মদিনে গোলের স্বাদ পেলেন সুনীল 

0

কলকাতা :- আজ ডুরান্ডের মঞ্চে ছিল আইএসএল বনাম আই লীগের লড়াই। প্রাক্তন ডুরান্ড জয়ী দল বেঙ্গালুরু এফসির সাথে আজ কিশোর ভারতী ক্রীড়াঙ্গন থেকে মুখোমুখি হয়েছিল আই লীগ দল ইন্টার কাশির। ডুরান্ড কাপের গ্রুপ বি-তে আই-লিগ দল ইন্টার কাশীকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয়ী সুনীলরা।

তাদের স্প্যানিশ খেলোয়ার এডগার মেন্ডেজ এবং আলবার্তো নোগুয়েরা রিপোল চূড়ান্ত স্ট্রাইক দিয়ে গোলটি করেছিলেন।

ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে তাদের প্রথম চার গোলের জয়ের পর আজকে ইন্টার কাশির বিপক্ষে ৩ গোল দিলো বেঙ্গালুরু এফসি। অপরদিকে ইন্টার কাশির ইজুমী এর তত্ত্বাবধানে পরিচালিত দলটি তাদের প্রথম ম্যাচে মোহামেডানের বিরূদ্ধে ড্র এনেছিল। ফলত আজকের ম্যাচটির পরে তাদের পরবর্তী লক্ষ থাকবে গ্রুপের শেষ ম্যাচটি জিতে নিজেদেরকে জীবিত রাখা।

জেরার্ড জারাগোজা তার শুরুর দলে বেশ কয়েকটি পরিবর্তন করেছেন এবং তাদের মধ্যে একটি মেন্ডেজ, প্রথমার্ধে একটি শান্ত রচিত পেনাল্টি দিয়ে লভ্যাংশ প্রদান করেছিলেন। আজঅধিনায়ক সুনীল ছেত্রী আবার বেঞ্চ থেকে শুরু করলেও দ্বিতীয়ার্ধে তাকে খেলতেদেখা যায়।

খেলার প্রথমার্ধ থেকে ইন্টার কাশি তেমন আক্রমণাত্মক খেলা নিজেদের দেখাতে পারেনি অপরদিকে বেঙ্গালুরু এফসি প্রথমার্ধে রক্ষণ বিভাগকে বেশ সচল রাখতে সক্ষম হয়েছিল।

বেঙ্গালুরু এরপরে বারংবার একইভাবে আক্রমণ করতে থাকলে কার্যত ছত্রভঙ্গ হয়ে যায় কাশির রক্ষণ বিভাগ। অবশেষে পেনাল্টি জেরে মেন্ডেজ অচল অবস্থা ভেঙ্গে দেন।

এর পরে যেন আরো আক্রমণ বাড়াতে থাকলে বেঙ্গালুরু এফসি । খেলার ৭৭ মিনিটের মাথায় দূর পাল্লার শটে গোল করেন বেঙ্গালুরুর নোগেরা। কার্য ২-০ গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি।

২-০ গোলে এগুনোর পরেও জন্মদিনের আসল স্বাদ পেলেন বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রী। নিজের জন্মদিনের দিনেই ব্যাঙ্গালুরুর হয়ে গোল করে ইন্টার কাশিকে তিন গোলের মালা পড়ালো ব্লুজরা।

ডুরান্ড কাপের প্রথম দুটি ম্যাচে বিপক্ষকে প্রায় সাত গোল দিয়েছে বেঙ্গালুরু এফসি। ১০০% জয়ের হার নিয়ে গ্রুপ বিয়ের টেবিল শীর্ষে রাজত্ব তাদের।