এশিয়া কাপে মুখোমুখি দুই চির-প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ! কোথায় – কখন দেখা যাবে এই হাই ভোল্টেজ ম্যাচ

0

কোলকাতা – শুরু হতে চলেছে উইমেন্স এশিয়া কাপ । শ্রীলংকার মাটিতে বসছে এই কাপের আসর। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। কিছুদিন আগে পুরুষদের এশিয়া কাপ ও বিশ্বকাপ শেষ হলো এবার পালা মহিলাদের।

 

আসুন জেনে নেওয়া যাক ম্যাচের সময়, ভেন্যু ও সরাসরি কোথায় সম্প্রচারিত হবে সেই বিষয়ে।

 

অবশেষে শুরু হতে চলেছে মহিলাদের এশিয়া কাপ। ১৯শে জুলাই থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। প্রথম দিন দুটি ম্যাচ দিয়ে এই প্রতিযোগিতা উদ্বোধন হতে চলেছে। প্রথম ম্যাচটি সম্প্রসারিত হবে হবে দুপুর দিয়ে যেটি খেলা হবে নেপাল ও ইউনাইটেড আরব আমিরাটস এর মহিলা ক্রিকেট দলের মধ্যে। দ্বিতীয় খেলা টি হবে ভারত ও পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের মধ্যে । প্রথম দিনেই হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে প্রতিযোগিতা উদ্বোধন করতে চলেছে ভারত ও পাকিস্তানের মহিলা দল।

 

কখন -কোথায় সম্প্রচারিত হবে এশিয়া কাপের খেলা গুলি:

এশিয়া কাপের সমস্ত ম্যাচ গুলি স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেল গুলিতে দেখা যাবে। তবে আপনি যদি মোবাইল বা কোন অটিটি প্লাটফর্মে দেখতে চান সম্পূর্ণ ম্যাচে টি তাহলে আপনাকে ডিজনি+হটস্টার অ্যাপ ডাউনলোড করতে হবে। এখানেও আপনি পুরো খেলাটি উপভোগ করতে পারবেন । ঠিক শুক্রবার সন্ধ্যা ৭ টায় শুরু হবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ টি । দুই শক্তিশালী প্রতিপক্ষের ব্যাটে বলের লড়াই এ ম্যাচ হয়ে উঠবে জমজমাট।

কয়টি দল অংশ গ্রহণ করেছে ও কয়টি গ্রুপ আছে জেনে নিন:

সর্বমোট ৮টি দল অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। সকল আটটি দলকে মোট দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ “এ” এবং গ্রুপ “বি”।

গ্রুপ “এ” – ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরসাহি ও নেপাল।

গ্রুপ “বি”- বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালেশিয়া , থাইল্যান্ড।

গ্রুপ পর্বে প্রতিটা গ্রুপের প্রতিযোগিতা একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবেন । অতি গ্রুপের প্রথম দুজন পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। এই প্রতিযোগিতা চলবে ১৯ থেকে ২৮ জুলাই পর্যন্ত ।

 

বলে রাখতে হয় , ভারতীয় জাতীয় দলের রেকর্ড ও পারফরমেন্স পাকিস্তানি মহিলা দলের তুলনায় যথেষ্ট ভালো। এখনো পর্যন্ত ভারত ও পাকিস্তান টি-টোয়েন্টিতে একে অপরের সাথে ১৪টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১১ টি ম্যাচে ভারত জয়লাভ করেছে। এশিয়া কাপে ও একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেছে মোট ছয় বার এই দুই দল। ভারত জিতেছে ৫ বার। অবশ্য শেষ দেখায় পাকিস্তান জয়ী হয়েছিল। শুক্রবার এই হাই ভোল্টেজ ম্যাচ এ ভারত কে নেতৃত দেবেন হার মানপ্রীত কাউর ও পাকিস্তান কে নেতৃত্ব দেবেন নিদা ডার । ভারতীয় দল এ তেমন কোনো বড়ো পরিবর্তন করেন নি টিম ম্যানেজমেন্ট তবে পাক ক্রিকেট দলের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। ইরাম জাভেদ, ওমাইমা সোহেল, সৈয়দা আরুব শাহ এই প্রথম তাদের জাতীয় দল এ জায়গা পেয়েছেন ।

পাকিস্তান এর সামনে নিজেদের কে প্রমান করার লড়াই আজ। ভারত কী পারবে তাদের জয় রথ বজায় রাখতে পাকিস্তান কে পরাজিত করে।