কলকাতা: কেন তাঁরা অলিম্পিক্সে পদকজয়ী, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার প্রমাণ দিয়ে চলেছে ভারত ৷ জাপান, চিন, মালয়েশিয়ার পর বৃহস্পতিবার কোরিয়াকে হারাল অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীরা ৷ এদিন ভারত জিতল 3-1 গোলে ৷ যার মধ্যে জোড়া গোলই করলেন অধিনায়ক হরমনপ্রীত সিং ৷জোড়া গোলে এদিন নজিরেও নাম লেখালেন ভারত অধিনায়ক ৷ দ্বাদশ হকি প্লেয়ার হিসেবে আন্তর্জাতিক কেরিয়ারে 200 গোলের নজির পূর্ণ করলেন হরমনপ্রীত সিং ৷
ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা ভারতীয় দল জয়ের ধারা বজায় রাখার লক্ষ্যে প্রথম গোল তুলে নেয় প্রথম কোয়ার্টারেই ৷ তবে হরমনপ্রীত নন, স্কোরশিটে এদিন ভারতের হয়ে প্রথম নাম তোলেন আড়ইজিৎ সিং হুন্দাল (8 মিনিট) ৷ তার পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন হরমনপ্রীত ৷ পেনাল্টি থেকে নামের প্রতি সুবিচার করেন ভারত অধিনায়ক ৷ যা তাঁকে পৌঁছে দেয় 200 গোলের এলিট ক্লাবে ৷
তবে দু’গোলে পিছিয়ে পড়ে দমে যায়নি কোরিয়া ৷ বরং দ্বিতীয় কোয়ার্টারে বল দখলে রেখে প্রতি-আক্রমণ নির্ভর হকির পথে হাঁটে তারা ৷ বিরতির আগে ব্যবধান কমিয়েও আনে আয়োজক চিনকে গত ম্যাচে হারানো কোরিয়া ৷ পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমিয়ে 1-2 করে তারা ৷ তৃতীয় কোয়ার্টারে লড়াই হয় তুল্যমূল্য ৷ দু’দলই চারটি করে পেনাল্টি কর্নার আদায় করে নিতে সক্ষম হলেও তার মধ্যে একটি গোলে কনভার্ট করে জয় নিশ্চিত করে ভারত ৷