
ইউরোপের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা “ইউরো ২০২৪” – এ ঢাকের কাঠি পড়েছে বেশ কয়েকদিন আগে । সেই থেকেই জমজমাট ফুটবল মহল , আজ ছিল ইউরোর নতুন সংস্করণের “রাউন্ড অফ ১৬”- এর দুটি গুরুত্বপুর্ণ ম্যাচ। গ্রুপ পর্বের খেলা শেষ । শেষ ষোলোর ধুন্ধুমার লড়াইতে এবার মুখোমুখি ইউরোপের অন্যতম সেরা দেশগুলি।
আজ প্রথম ম্যাচে মুখোমুখি ছিল দুই শক্তিশালী দল । একদিকে পূর্ব সংস্করণের বিজয়ী দল ইতালি এবং অপরদিকে টুর্নামেন্টের “ডার্ক হর্স” সুইজারল্যান্ড। গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে কার্যত ঝড়ে উড়িয়ে দেয় সুইস আক্রমণ। একের পর এক আক্রমনে বেশ চিন্তায় পড়েন ইতালির রক্ষন বিভাগের একাধিক খেলোয়ার। ইতালিকে ২-০ গোলে পরাজিত করে তারা পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে।
শনিবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টায় বার্লিনের ওলিম্পিয়াস্টাডিওনে আয়োজিত ম্যাচে অনেক বেশি আধিপত্য ছিল সুইৎজারল্যান্ডের। ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ইতালির বক্সে ঢুকে পড়েছিল সুইসরা। ইতালির ভাগ্য ভালো, কিছু হয়নি। ৪ মিনিট পরে আবার। রুবেন ভার্গাসের ক্রস কোনোক্রমে বাঁচান ইতালির ডিফেন্ডার। ইতালি তার প্রথম আক্রমণ শানায় ম্যাচের ১৬ মিনিটে। কিন্তু কাজের কাজ কিছু হল না।
ইতালির বিরুদ্ধে সুইসরা প্রথম গোল পায় ম্যাচের ৩৭ মিনিটে। রেমো ফ্রয়লার এর দুর্দান্ত দৌড় এবং সেখান থেকে ইতালির বক্সে ঢুকতেই তাকে বল বাড়িয়ে দেন ভার্গাস । ফ্রয়লার বেশ স্বাচ্ছন্দের সাথে ছিলেন ফলত ইতালির গোলে বল ঢুকিয়ে দিতে তাঁর কোনো অসুবিধাই হয়নি। প্রথমার্ধে সুইৎজারল্যান্ড ১-০ গোলে এগিয়ে থাকে। ম্যাচের ৪৭ মিনিটে গোল পেলেন ভার্গাস , তাঁর দূরপাল্লার শটে পরাস্ত হলেন ইতালির দীর্ঘদেহী গোলকিপার দোন্নারুম্মা। ফলত আবারো খালিহাতে অভিশাপ মাথায় নিয়ে ইউরোর থেকে ছিটকে গেলেন স্পলেটটির দল ।
অপরদিকে ডেনমার্ককে উড়িয়ে দিলো নাগেলস্মানের জার্মান শিবির। দুজনেই অপরাজিত হিসেবেই নেমেছিলেন এক ওপরের বিরুদ্ধে তবে লাভের লাভ হলো না কিছুই । ম্যাচের প্রথম থেকেই বেশ চনমনে ছিল জার্মান মাঝ মাঠ, তবে আক্রমনে দেখা যাচ্ছিল অভিজ্ঞতার অভাব । প্রথমার্ধে গোল না আসলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের মুখ দেখেন ক্রুস, গুন্দোগানরা। ৫৩ মিনিটের মাথায় পেনাল্টির পায় তারা , কাই হাভের্টজের দুর্দান্ত ফিনিশ এর জেরে ১-০ গোলে এগিয়ে যায় জার্মান বাহিনী । কিন্তু এদিকে পিছিয়ে ছিলনা ডেনমার্ক, মুহুর্মুহু আক্রমণ সাধছিল তারা। তবে ডেনমার্কের পথের কাঁটা বছর ৩৬ এর মানুয়েল নিউয়ার। অবশেষে ৬৮ মিনিটে জার্মান ওয়ান্ডার জামাল মুসিয়ালার গোলে জয় সুনিশ্চিত করে জার্মানি।
আজ প্রথম পর্বের শেষ ১৬ এর খেলায় ফলাফল
ইতালি (০) – সুইজারল্যান্ড (২)
জার্মানি (২) – ডেনমার্ক ( ০)