সোনার ছেলে কী পারবে দেশ কে আবার স্বর্ণপদক এনে দিতে? দেশবাসীর সকল প্রত্যাশা নীরজ কে ঘিরে

0

শুরু হতে চলেছে, ২০২৪ এর প্যারিস অলিম্পিকের আসর। এবারের আসরে ভারতের হয়ে অন্যতম প্রধান মুখ হয়ে যাচ্ছে নীরার চোপড়া। তার প্রতি দেশবাসীর প্রত্যাশা অনেকটাই। ২০২০ সালে টোকিও অলিম্পিক্স জ্যাভেলিন থ্রোয়ারে প্রথম স্থান অধিকার করে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেন। তবে টোকিও অলিম্পিক্সের আগে প্রশ্নে উঠতে শুরু করেছে, নিরাজ নিজের স্বর্ণপদক ধরে রাখতে পারবে কিনা?

নিরাজ এর সামনে কঠিন পরীক্ষা
আগামী ২৬ জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক্স। এবারের আসর বসতে চলেছে প্যারিসে। গতো অলিম্পিক্সে নীরজ ৮৭.৫৮ মিটার জাভেলিন থ্রো করে ভারতের হয়ে একমাত্র সোনার পদক টি আনেন তিনি। আর এই কারণেই কোটি কোটি ভারতীয়রা এই অলিম্পিক্সে তাকিয়ে থাকবে নিরাজের দিকে। সবার অনেক প্রত্যাশা নিরাজ কে নিয়ে। নিরাজ কে তার পদক ধরে রাখতে গেলে জ্যাভেলিন থ্রো তে আগের বারের তুলনায় আরো দূরত্ব অতিক্রম করতে হবে। যদিও নীরজের ব্যক্তিগত সর্বোচ্চ রেকর্ড ৮৯.৯৪ মিটারের। তাও অনেকেই প্রশ্ন রাখছে নিরাজ কী রাখতে পারবে তার স্বর্ণপদক ধরে। নিরাজের সামনের রাস্তা আরো কঠিন হতে চলেছে এইবারে। টোকিও অলিম্পিক্সের পরে ২০২২ ও ২০২৩ সালে আয়োজিত অ্যাথলেটিকস চ্যাম্পিয়ন শিপে নিরাজ সোনা ও রুপার পদক জয় করেন। দোহা ডায়মন্ড লীগের ফাইনালে জ্যাভেলিন থ্রো করে ৮৮.৩৬ মিটার দূরত্ব অর্জন করেছিলেন যা এই মৌসুমে নিরজের সেরা স্কোর। তবে তার মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই মরশুমে সেরার তালিকায় থাকা বেশ কিছু অ্যাথলিট রা।

নিরাজ এর প্রতি পক্ষ কারা?
২০২৪ মরশুমে জ্যাভেলিন থ্রোতে শীর্ষ স্থানে রয়েছেন কুড়ি বছর বয়সী জার্মান তরুণ ম্যাক্স ডেহোনিং। তিনি অলিম্পিকের এই আসরে প্রবল দাবিদার স্বর্ণপদক জয়ের । ৯০.২০ মিটার দূরত্বে জ্যাভেলিন থ্রো করে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন ম্যাক্স। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন জার্মানির আরও এক অ্যাথলিট জুলিয়ান বেওয়ার। এই মরশুমে তার সেরা স্কোর ৮৮.৩৭ মিটার। তৃতীয় স্থানে রয়েছেন চেক প্রজাতন্ত্রের ইয়াকুব। ৮৮.৬৫ মিটার দূরত্বে জ্যাভেলিন থ্রো করে সংবাদ শিরোনামে নিজের জায়গা করে নিয়েছেন। প্রত্যেকেই নীরজ এর থেকে বেশ কিছুটা এগিয়ে আছেন ও এই অলিম্পিক্সে পদকের অন্যতম দাবিদার। এবারে ভারতবাসীর আশা-আকাঙ্ক্ষা অনেক বেশি। অন্যান্য অলিম্পিক্সের তুলনায় আরো বেশি পদক আসবে বলে সবাই এখন পর্যন্ত আন্দাজ করছে। সবচেয়ে বেশি প্রত্যাশা রাখা হচ্ছে নিরাজ চোপড়া ও পিভি সিন্ধুর মত তারকাদের উপর। শিব পাল সিং ডোভ টেস্টে ধরা পড়ার ফলে তিনি এবার অলিম্পিকের আসরে নেই। তার ব্যক্তিগত স্কোর ছিল ৮৭ .৫৪ মিটার তাই শিবপাল যদি থাকতো ভারতের কাছে আরো একটি পদক আসার সম্ভাবনা ছিল । অলিম্পিক্স চলবে 26 জুলাই থেকে ১১ই আগস্ট পর্যন্ত। সবার নজর নিরাজের দিকে সোনার ছেলে কী আবার স্বর্ণপদক আনতে পারবে দেশে ।