প্রিয়াংশু ঘোষ: আজ ছিল 2024 এর UFA, UERO, শেষ ১৬ অত্যন্ত গুরুত্ব পূর্ন এক ম্যাচ যেখানে মুখ মুখী হয় 2016 সালের চ্যাম্পিয়ন দল পর্তুগাল ও স্লোভেনিয়া।দুটি দলের শুরুর প্রথম এগারো ছিল অত্যন্ত শক্তিসালি।
স্লোভেনিয়া প্রথম এগারো ছিল ওব্লাক, কার্নিনিক, ড্রকুসিক, বিজল, বালকোভেক এবং সেসকোর মতো দক্ষ খেলোয়ার এবং পর্তুগাল শুরু করে তাদের চিরপরিচিত এগারো নিয়ে যেখানে দেখল যায় কস্তা, জোয়াও ক্যানসেলো, ডায়াস, পেপে এবং নুনো মেন্ডেস এছাড়াও সর্ব কালের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডো কে নিয়ে। অর্থাৎ সব মিলিয়ে দুটি দল সমান ভারসাম্য নিয়ে মাঠে নামে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কেউ কাউকে এক চুল জায়গা ছেড়ে দিতে না রাজ ।সবমিলিয়ে খেলা তখন 25 মিনিটের কাছকাছি এক টা টানটান উত্তেজনা কোনো দলই তখনও পর্যন্ত গোল এর মুখ দেখে তে পায়নি এই বার খেলা প্রিয় 33মিনিট এর মাথায় সেই সময় পর্তুগাল প্রতিপক্ষের বক্স এর 22 মিটার একটি ফ্রিকিক অর্জন করে কিন্তু সেই ফ্রিকিকে কোন কোন গল করতে পারে না এরপর সুরি হয় স্লোভেনিয়ার আক্রমণ এর পর আক্রমণ কিন্তূ তারাও কোনো গল কর তে পারে না এই ভাবেই টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হয় ম্যাচ এর প্রথম অর্ধ।
তার পর শুরু হয় ম্যাচ এর দ্বিতীয় অর্ধ ।দ্বিতীয় অর্ধ শুরুর 12মিনিটে স্লোভেনিয়া কে পর্তুগালএর বিপক্ষে একের পর এক আক্রমণ করতে দেখা যায় কিন টু তার কোনো ফল লক্ষ করা যায় না ।এর পর ম্যাচ এর বয়স 54 মিনিট সেই সময় পর্তুগাল আবার একটা ফ্রিকিকি অর্জন করে প্রতিপক্ষের বক্স এর বাইরে কিন্তু সেই ফ্রী কিকএও কোনো গোল তারা পায় না এর পর আবার স্লোভেনিয়া মাথা নাড়া দিয়ে ওঠে কিন্তূ কজের কাজ কিছুই হয় না এর পর আবারো এক টা ফ্রীকিক পায় পর্তুগাল কিন্তু তাতেও স্কোর লাইন বদলায় না অর্থাৎ সব মিলিয়ে দুটি দলের সমর্থক দের মুখে এক টা হতাশা লক্ষ করা যায়। আস্তে আস্তে খেলার 90মিনিট শেষ এই বার খেলার অতিরিক্ত সময়ে খেলা কল ছে ।অতিরিক্ত সময়ও শেষ রেফারির লম্বা বাসী দিয়ে বুঝিয়ে দেয় খেলার সময় শেষে তখনও খেলার স্কোর লাইন 0-0।
এর পর ম্যাচ এর অতিরিক্ত 30মিনিট পর্বের খেলা শুরু হয় ম্যাচ এর বয়স তখন 102 মিনিট পর্তুগাল একটি পেনাল্টি অর্জন করে অর্থাৎ পর্তুগাল এর কাছে শেষ সুযোগ 1-0 ব্যবধানে ম্যাচ টা তাদের হাতের মুঠোতে করে নেওয়ার কিন্তূ স্লোভেনিয়ার গোল এর তলায় তখন জন অবলাক তিনি সেই সময়ে একটা দুরদান্ত সেভ দিয়ে স্কোর লাইন একই রাখে। খেলার অতিরিক্ত 30 মিনিট শেষ শুরু হয় টাইব্রেকিং ।টাইব্রেকিং এর প্রথমেই 1-0 গোল এ এগিয়ে যায়পর্তুগাল এর পর স্লোভেনিয়ার পর পর তিনটি পেনাল্টি পর্তুগাল এর গোলকিপার সেভ দিয়ে পর্তুগাল কে টাইব্রেকিং এ 3-0 গোল এর ব্যবধানে এগিয়ে দেয় এবং পর্তুগাল
কোয়ালিফাই করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স এর বিরুদ্ধে।