কলকাতা :- আনোয়ার কাণ্ডে এবার আসলো নয়া মোড়। মোহনবাগান ডিফেন্ডার আনোয়ার আলীকে নিয়ে দীর্ঘদিন ধরে চলে ওঠা চাপানোতরের মাঝেই ভেসে এলো নতুন খবর। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভারতীয় দলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলীকে দলে পাওয়ার আশা কার্যত ছেড়ে দিয়েছে মোহনবাগান কর্তৃপক্ষ। কার্যত এক মাস ধরেই দলবদলের বাজারে আনোয়ার আলীর নাম অধিক চর্চিত। কোন দলে খেলবে আনোয়ার এই নিয়ে রীতিমতো সরগরম ময়দান , দ্বন্দ্ব দুই প্রধানের মধ্যে!
দিল্লি এফসি থেকে গতবছরই চার বছরের লোন চুক্তিতে মোহনবাগানের সই করেন আনোয়ার। কিন্তু এক বছর খেলেই সে সমস্ত এখন অতীত। এ মাসের শুরুতেই মোহনবাগান কে চিঠি দিয়ে আনোয়ার আলী জানান যে তিনি সবুজ মেরুনের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করতে চান এবং সেটির দিনক্ষণের লক্ষণ রেখা কেটে দেন তিনি । মারফত জানা যায় ১০ তারিখ পর্যন্ত সময় দিয়েছিলেন আনোয়ার কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার ফলে ইস্টবেঙ্গলের সঙ্গে একটি প্রি কন্ট্রাক্টে সই করে ফেলেন এই প্রাক্তন মোহনবাগান তারকা। এর মাঝে আবার ডুরান্ডেও রেজিস্ট্রেশন করানো হয় আনোয়ার আলীকে, তবে তাতে লাভ হয়নি সবুজ মেরুন শিবিরের।
আনোয়ার আলীর পরিস্থিতি নিয়ে আগস্ট মাসের ২ তারিখ বৈঠকে বসতে চলেছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। সূত্র মারফত জানা যাচ্ছে, কার্যত ছয় মাসের জন্য নির্বাসিত হতে পারেন আনোয়ার আলী । এর পাশাপাশি আনোয়ার আলী পিতৃ ক্লাব , দিল্লি এফ সি কেউ হলে তো দুটো ট্রান্সফার উইন্ডো থেকে নির্বাসিত করতে পারে ফেডারেশন। এসবের মাঝেই একটি বড় পরিমাণে ক্ষতিপূরণ চেয়েছে মোহনবাগান।
অর্থাৎ আনোয়ার কাণ্ডে পরবর্তীতে কি সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে গোটা ফুটবল মহল।