কলকাতা: চোটের জন্য দীর্ঘদিন ধরেই ক্রিকেট থেকে দূরে আছেন মহম্মদ শামি। গত বছর একদিনের বিশ্বকাপের পর থেকেই ২২ গজের বাইরে ভারতীয় দলের তারকা পেসার। কবে আবার টিম ইন্ডিয়াতে প্রত্যাবর্তন করবেন শামি? এটাই ছিল এতদিন সবথেকে বড় প্রশ্ন। অবশেষে বিসিসিআই সচিব জয় শাহ শামির প্রত্যাবর্তনের রুপরেখা জানিয়ে দিলেন।
কোনও ক্রিকেটার চোট পেয়ে মাঠের বাইরে গেলে তাঁকে ঘরোয়া ক্রিকটে খেলেই ফের জাতীয় দলে ফিরতে হয়। এই নিয়মের ব্যতিক্রম হচ্ছে না শামির ক্ষেত্রেও। রঞ্জি ট্রফিতে খেলেই ভারতীয় টেস্টে স্কোয়াডে ফিরবেন শামি। বাংলাদেশ সিরিজ নয় শামি ভারতীয় দলে ফিরতে পারেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেই। আসলে অস্ট্রেলিয়া সফরের জন্য শামিকে পুরোপুরি তৈরি রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
বোর্ড সচিব জয় শাহ বলেছেন, ‘জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে, আশা করা যায় মহম্মদ শামিও ফিট হয়ে যাবেন। মহম্মদ শামিকে নিয়ে বলতে পারি, নিশ্চয় ও থাকবে অস্ট্রেলিয়া সিরিজে। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওকে চাই। আসন্ন অস্ট্রেলিয়া সফরে এবারে ভারতীয় দল আগের তুলনায় আরও অভিজ্ঞতা সম্পন্ন। রোহিত শর্মা,বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটাররাও রয়েছে।’
ডান পায়ের গোড়ালিতে চোটের কারণে শামিকে বাদ দেওয়া হয়েছিল। চোট সারাবার জন্য অস্ত্রোপচারের প্রয়োজন ছিল এবং তিনি তখন থেকেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সতর্ক তত্ত্বাবধানে ছিলেন শামি। ৩৩ বছর বয়সী ফাস্ট বোলারের অ্যাকিলিস টেন্ডনে একটি অপারেশন করা হয়েছিল, যার ফলে তিনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং আইসিসি টি২০ বিশ্বকাপে খেলতে পারেননি। এমনকি দলীপ ট্রফিতেও দলে সুযোগ পাননি শামি।