শনিবার উদযাপন করা হলো সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পুরস্কৃত হলেন বহু প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা

0

 

কলকাতা: ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) শনিবার খেলায় অসামান্য সাফল্যের স্বীকৃতি দিয়ে বার্ষিক পুরস্কার অনুষ্ঠান উদযাপন করেছে। এছাড়াও রাজ্য স্তরের পুরুষ ও মহিলা দের জন্যে অনুষ্ঠিত ক্রিকেট লীগ গুলির উইনার সহ রানার্স আপ, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারী দল গুলী কে ট্রফি ও প্রাইজ মানি দিয়ে পুরস্কৃত করা হয়েছে।

 

সিএবি প্রেসিডেন্ট স্নেহাশীষ গাঙ্গুলির তত্ত্বাবধানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান আয়োজন করেছিলো। যেখানে উপস্থিত ছিলো ভারতীয় ক্রিকেট জগতের বহু গন্যমান্য ব্যক্তিত্ব। ভারতীয় পেশার মোহাম্মাদ শামি, অজয় জাদেজা, সৌরভ গাঙ্গুলি , বোরিয়া মজুমদার,   গৌতম ভট্টচার্য,প্রণব রায়, প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার রুনা বসু, ঝুলন গোস্বামী সহ জেলা স্তরের বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্রিকেট দলগুলো ও ক্রিকেটাররা।

 

২০২৩ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের জন্য শামি একটি বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে তাকে। রুনা বসু ও প্রণব রায় কে কার্তিক বসু লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়। ফার্স্ট ডিভিশন লীগ, সিনিয়র নক আউট টুর্নামেন্টে , জে সি মুখার্জী ট্রফি (টি  – টোয়েন্টি) টুর্নামেন্টে , নির্মল চ্যাটার্জি চ্যালেঞ্জ ট্রফি, বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ (পুরুষ) সহ আরও বহু লিগ উইনার ও রানার্স আপ দের পুরষ্কৃত করা হয়। সর্বমোট প্রায় ১৯৬ টি রো বেশি ট্রফি প্রদান করা হয়েছে প্রাইজ মানি সহ (সিএবি) এর তরফ থেকে। তাছাড়া অজয় জাদেজা ঝুলন গোস্বামী দের উত্তরীয়, পুষ্প স্তবক ও মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়।

 

 

মোহাম্মাদ শামি, রুনা বসু , অজয় জাদেজা সবাই নিজ গ্রহণযোগ্য বক্তৃতাতে নিজেদের বাংলার প্রতি ভালোবাসা ও ক্রিকেট জীবনের ওঠা নামা , সাফল্য,   সংগ্রামের কথা তুলে ধরেন। অজয় বলেন, “সবাই যখন ক্রিকেটের নাম শোনে তখন মুম্বাইয়ের কথা ভাবে, তবে মুম্বাই ছাড়াও কলকাতা এমন একটি জায়গা যেখানে ক্রিকেট প্রবল জনপ্রিয়”।

 

শামি বলেন, “আমার জন্ম উত্তরপ্রদেশে, তবে বাংলার প্রতি আমার ভালবাসা অনেক, সবাই ভাবে আমি বাংলা পারি না ।আসলে আমি পারি আমার সাথে কেউ বাংলাতে কথাই বলে না এতে আমার কী দোষ। একমাত্র ঋদ্ধই বাংলাতে কথা বলে হিন্দি তে বললে আমার কথার উত্তর ও দেই না। ২০-২৫ বছর সংগ্রাম করে আজ আমি এই জায়গায় পৌঁছেছি আমি যে গ্রাম থেকে আসি ওখানে তো সামান্য টিভি দেখারও ব্যাবস্থা নেই। আমি রঞ্জিতে বাংলার হয়ে দুই থেকে তিনটি ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। এটি আমাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে সাহায্য করবে।”

 

ভারতীয় প্রাক্তন মহিলা ক্রিকেটার রুনা বসু তার বক্তৃতার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন , “তিনি জানান এখন মেয়েদের জন্য ক্রিকেট খেলা অনেক সহজ হয়ে গেছে, আমদের সময়ে নিজে খরচ করে খেলতে জেতে হতো এমনকি বাড়ির থেকে খেলার পারমিসন পেতাম না আমরা”।

 

 

বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একটি টক শো এর ও আয়োজন করা হয়। জাদেজা, সন্দীপ পাটিল, শামি , বরিয়া মজুমদার অংশ নেন এই টক শো তে। সেখানে ৯৬ এর বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেই ঐতিহাসিক ইনিংস, মোহাম্মদ সামির চোর ছাড়িয়ে  জাতীয় দলে ফেরা, ৮৩ বিশ্বকাপে ফাইনালের আগে সন্দীপ পাটিল কে কি টোটকা দিয়েছিলেন কপিল দেব, অজয় জাডেজার আফগানিস্তানের সাথে কোচিং সফর কেমন ছিল একাধিক বিষয় উঠে আসে টক শো তে।