রেফারিং নিয়ে ফের নারাজ লাল হলুদ কোচ, দীর্ঘ বৈঠক ইস্টবেঙ্গল শিবিরে

0

কলকাতা:- বর্তমান মরসুমকে ধরলে লাল হলুদ দলের দায়িত্বে কুয়াদ্রোতের এটি দ্বিতীয় বছর। কিন্তু প্রথম থেকেই বিপক্ষের বিভিন্ন কটাক্ষের শিকার হয়েছেন বরাবর।
ডার্বিতে হার কিংবা শেষ মুহূর্তের গোলে পরাজয় সবশেষেই ইস্টবেঙ্গল কোচের নাকি অজুহাতের কারণ রেফারিং বিতর্ক এমনও মতবাদ রয়েছে ময়দানে।

এর মাঝেই আবারও রেফারিং নিয়ে নারাজ লাল হলুদ কোচ। শনিবার ইস্টবেঙ্গল মাঠে কলকাতা লিগের খেলা দেখতে এসেছিলেন কোচ কার্লস কুয়াদ্রোত।
পিয়ারলেস এর বিরুদ্ধে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ায় বিকেলেই ক্লাব কর্মকর্তা দেবব্রত সরকারের সঙ্গে একচোট বৈঠকে বসেন লাল হলুদ কোচ।

দলের বর্তমান পরিস্থিতি থেকে ডুরান্ড কাপের চূড়ান্ত ব্যর্থতা সবটা নিয়েই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
লাল হলুদ সূত্রে খবর দলের উপর থেকে ভরসা হারাতে ইচ্ছুক নয় ক্লাব কর্তারা এমনকি পরবর্তী আইএসএল কে পাখির চোখ করেছে তারা।

তবে দেবব্রত সরকারের কাছে আবারো রেফারিং নিয়ে নাইস জানিয়েছেন কার্লস কুয়াদ্রোত। পূর্ববর্তী এফসি থেকে কিছুদিন আগে ঘুরে যাওয়া ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল সবেতেই খারাপ রেফারিং এর শিকার হয়েছেন তারা এমনটাই দাবি কোচের।

কর্মকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন এএফসি চ্যাম্পিয়নস লিগ টু এর যোগ্যতা অর্জন পর্ব থেকে শুরু করে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল সব ক্ষেত্রেই ইস্টবেঙ্গল খারাপ রেফারিং এর শিকার হয়েছে।

এমন মন্তব্য আবারও ময়দানে কানাঘুষো হলে ফের তীব্র কটাক্ষের শিকার লাল হলুদ কোচ।