কলকাতা:- ভারতের জার্সি গায়ে আগামী মালদ্বীপ ও বাংলাদেশের ম্যাচে গোলপোস্টের নিচে দেখা যাবে না গুরপ্রীত সিং সন্ধুকে। আগামী আন্তর্জাতিক ম্যাচগুলির জন্য প্রকাশিত হলো ২৬ জনের দল কিন্তু সেখানে দেখা গেলো এক নয়া চমক। ভারতীয় দলের হেড কোচ মানলো মার্কেজের দলে জায়গা হলো না গুরপ্রীত সিং সন্ধুর, জায়গা করে নিলেন অমৃন্দার সিং, গুরমিত সিং এবং মোহনবাগান গোলরক্ষক বিশাল কৈথ ।
আগামী ১৯শে মার্চ মালদ্বীপের বিরুদ্ধে ২৫ শে মার্চ বাংলাদেশের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল এবং তার আগেই এক চমকপ্রদ সিদ্ধান্ত নিলেন ভারতীয় দলের হেড কোচ মানেল মার্কেজ। গুরুপ্রীত সিংহের চলে যাওয়ার থেকেও বড় চমক দিলেন মনোলো , অবসর ভেঙে দলে এলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। গতবছরই যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজের বিদায় ম্যাচ খেলেছিলেন সুনীল, তবে আসন্ন এশিয়ান কাপের বাছাই এর জন্য সুনীলকে দলে ফেরালো মানালো মার্কেজ।
মালদ্বীপ এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের জার্সি গায়ে গোল পোষ্টের নিচে আর দেখতে পাওয়া যাবে না দীর্ঘদিনের গোলরক্ষক গুরুপ্রীত সিং সন্ধুকে। নতুন কোচ হয়ে আসার পর থেকেই গুরপ্রিতের ওপর তেমনভাবে খুশি ছিলেন না মানালো, পূর্ববর্তী সফরেও বারংবার বিশাল এবং গুরমিতকে দিয়ে একাধিক অনুশীলন করান তিনি। শেষ কয়েক বছর ক্লাব এবং ভারতীয় দলের জার্সি গায়ে নিজের সবটা উজাড় করে দিতে পারেননি গুরপ্রিত। চলতি মৌসুমে ব্যাঙ্গালুরুর হয়েও ভালো ফল দিতে পারেননি তিনি এবং তাড়ি প্রভাবে আসন্ন এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচগুলো থেকে বাদ পড়তে হয়েছে তাকে। দলে রয়েছেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কইথ।
তবে কি এবার ভারতীয় জার্সি গায়ে গুরুপ্রীত যুগের অবসান হতে চলেছে? এই প্রশ্নই উঠে আসছে সমর্থকদের মনে।