বজরং থেকে ভবানী, প্রণতি থেকে রবি! যে সুপারস্টাররা প্যারিস অলিম্পিকে নেই, রইলো তালিকা

0

প্যারিস অলিম্পিক্স শুরু হচ্ছে ২৬ জুলাই থেকে। চলবে ১১ অগাস্ট পর্যন্ত। এবার ভারত থেকে প্রায় ১২০ জন ক্রীড়াবিদ অংশ নেবেন অলিম্পিক্সে।প্যারিস অলিম্পিক্সে সর্বকনিষ্ঠ প্রতিযোগীর বয়স ১৪। অনেকের কাছেই এবারের অলিম্পিক্স তাঁদের কেরিয়ারে প্রথম। পিভি সিন্ধু, অদিতি অশোকদের কাছে আবার এটি তৃতীয় অলিম্পিক্স।ভারত এবার প্যারিস অলিম্পিক্সেই পদক সংখ্যার সর্বকালীন রেকর্ড গড়বে বলে আশা করা হচ্ছে। তবে একইসঙ্গে পদকজয়ের দাবিদার যাঁরা হতে পারতেন, তেমন অনেক ক্রীড়াবিদকেই এবারের অলিম্পিক্সে দেখা যাবে না। কারও ক্ষেত্রে ফর্ম, কারও ক্ষেত্রে আবার রয়েছে চোট।

টোকিও অলিম্পিকে পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে রুপো পাওয়া রবি দাহিয়া এ বারের অলিম্পিকে খেলবেন না। তাঁর পাশাপাশি আরও বেশ কয়েকজন অ্যাথলিট মিস করতে চলেছে প্যারিস অলিম্পিক। ব্যক্তিগত ইভেন্ট ছাড়া দলগত ইভেন্ট, মহিলাদের হকি টিমকেও পারফর্ম করতে দেখা যাবে না প্যারিস অলিম্পিকে।

কোন কোন ভারতীয় অ্যাথলিট প্যারিস অলিম্পিকে নামছেন না? দেখুন তালিকা—

১ . প্রণতি নায়েক – জিমন্যস্টিক্স

২. রবি দাহিয়া – কুস্তি

৩. নীতু গংঘাস – বক্সিং

৪. পারভীন হুডা – বক্সিং

৫. মুরলী শ্রীশঙ্কর – অ্যাথলেটিক্স

৬. ভবানী দেবী – ফেন্সিং

৭. বজরং পুনিয়া – কুস্তি

৮. শৈলি সিং – অ্যাথলেটিক্স

৯. এলডোস পল –অ্যাথলেটিক্স

১০. মহিলাদের হকি টিম – ফিল্ড হকি

১১. মিক্সড 4×400 মিটার রিলে টিম – অ্যাথলেটিক্স