ফ্রান্সের কিলিয়ান এখন মাদ্রিদের পথে, রিয়াল মাদ্রিদের হয়ে আত্মপ্রকাশ করলেন পিএসজি তারকা

0

কোলকাতা: এক কথায় বলা যায় স্বপ্নপূরণ কিংবা প্রতীক্ষা। দু বছরের অপেক্ষার প্রহর গুনতে গুনতে আজ অবশেষে মাদ্রিদের সমর্থকদের মুখে হাসি ফুটলো। বলাই বাহুল্য, ইউরোপের ট্রান্সফার মার্কেটের সবচেয়ে জটিল দর কষাকষি চলছিল মাদ্রিদ ও কিলিয়ান এম্বাপের মধ্যে, কার্যত এই বছর স্বপ্নপূরণ হলো ফ্রেঞ্চ তারকার।

ইউরোর ব্যর্থতাকে ভুলে গিয়ে নিজের প্রিয় ক্লাবের হয়ে আজ আত্মপ্রকাশ করলেন ,মঙ্গলবার নিজের স্বপ্নের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাবাউতে বহু সমর্থকদের সামনে আত্মপ্রকাশ করলেন , উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি পেরেজ।
পিএসজির হয়ে জীবনের সফলতায় যেতে পারেনি কিলীয়ান, জিতেছেন ৬ টি লিগ টাইটেল তবে হাতে আসেনি চ্যাম্পিয়ন্স লিগ। কার্যত নিজের ক্যারিয়ারে গতি দিতেই এই ক্লাবের হাত ধরা বলেই মনে করা হচ্ছে।
এমবাপে তো নতুন ক্লাবের জার্সি গায়ে গলিয়ে পরের মরশুমে খেলতে নামবেন। তবে তাঁর পাশাপাশি একাধিক রিয়াল মাদ্রিদ তারকাকেও নতুন জার্সি নম্বর পরে আসন্ন মরশুম থেকে মাঠে নামতে দেখা যাবে।
এদের মধ্যে রয়েছেন ফেদে ভালভার্দে, ক্যামাভিঙ্গা, শাউমেনি, আর্দা গুলের ও ভালেহো। ভালভার্দে ১৫ নম্বরের বদলে টনি ক্রুসের ছেড়ে যাওয়া আট নম্বর জার্সি পড়বেন। ক্যামাভিঙ্গা নাচোর ছয় নম্বর জার্সি পরবেন। শাউমেনি ১৮ থেকে ১৪ নম্বর জার্সি পরবেন। তাঁর ১৮ নম্বর জার্সিতে দেখা যাবে ভালহোকে। ইউরো মাতানো তুরস্কের তরুণ গুলেরকে ১৫ নম্বর জার্সিতে আসন্ন মরশুমে লস ব্লাঙ্কোসের হয়ে মাঠে নামতে দেখা যাবে।