কোপা আমেরিকার 2024 এর খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বহু মানুষের প্রিয় দলের খেলা চলছে। আজও ঠিক সেরকমই সবার প্রিয় এক দলের খেলা ছিল। আর্জেন্টিনা বনাম ইকুয়েডর
আজ কোপা আমেরিকাতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা বনাম ইকুয়েডর । খেলা শুরুর পর থেকেই ইকুয়েডরকে খুবই আক্রমণাত্মক লাগছিল, প্রথম ১৫ মিনিটের মধ্যে আর্জেন্টাইনের রক্ষণভাগের ফাটল থেকে গোলের দরজা খোলার মত বেশ কিছু আক্রমণ তারা তৈরি করে ফেলে। খেলার শুরুতে আর্জেন্টিনাকে শক্তিশালী না দেখালেও খেলার সময় যত গড়ায় আর্জেন্টাইন দল খেলা তত তাদের দখলে আনে। এবং ম্যাচের বয়স বাড়ানোর সাথে সাথে আর্জেন্টিনার বল পজিশন বাড়ে এরপরেই ৩৫ মিনিটের মাথায় লিওনেল মেসির কর্নার থেকে ম্যাক অ্যালিস্টার একটা ছোট্ট ফ্লিক দ্বারা সুবর্ণ সুযোগ সাজিয়ে দেওয়া হয় লিসান্দ্রো মার্টিনেজ উদ্দেশ্যে এবং তিনি এই সুযোগে সদ্ব্যবহার করে ৩৫ মিনিটের মাথায় দলকে এগিয়ে নিয়ে যায় । এরপর খেলাটা আর্জেন্টাইনদের দখলে চলে আসে। এরাম ভাবেই শেষে হয় প্রথমার্ধ
দ্বিতীয়ারদের শুরু থেকে দুই দলই আক্রমনাত্মক খেলতে থাকে একের পর এক আক্রমণ হলেও তাদের উদ্দেশ্য মিল ছিল না। ৬১ মিনিটের মাথায় একটা সুবর্ণ সুযোগ আসে ইকুয়েডরের কাছে, ইকুয়েডর একটি কর্নার থেকে বলটি গিয়ে লাগে আর্জেন্টাইন এক ডিফেন্ডারের হাতে এবং ইকুইডার পেনাল্টি লাভ করে, এবং এই সুযোগটিও বৃথা যায়
ইকুয়েডরের। খেলাটির বয়স যত গড়ায় খেলাটি তত আর্জেন্টাইনদের দখলে চলে আসে এবং তারা একের পর এক আক্রমণ করতে থাকে ইকুয়েডরের রক্ষণভাগের উপর, কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ সময় ৯০ মিনিটের মাথায় ইকুয়েডরের এক প্লেয়ারের দূরপাল্লার শটে মাথা ছুঁয়ে বল জালে জড়িয়ে দেন কাভিন রদ্রিগেস অতিরিক্ত সময় আবারও খেলার সমতায় ফেরে। এরপর ইকুয়েডর নিজের আক্রমণ ভাগ বাড়ালেও লাভের লাভ হয় না। খেলাটি যায় পেনাল্টি শুট আউটে এবং সেখানে আর্জেন্টিনা ৪-২ ব্যবধানে জয়লাভ করে।