পুজোর শহরে আজ ডার্বি পুজো, মোহনবাগান বনাম মোহামেডান

0

কোলকাতা:- রীতিমতো চাপেরয়েছেন মোহনবাগান কোচ জোসে মোলিনা। পরপর ব্যর্থতায় একদিকে যখন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের বিদায়, অন্যদিকে মহামেডানের বিরুদ্ধে ডার্বি ম্যাচের আগে খারাপ পরিস্থিতিতে রয়েছেন মোহনবাগান কোচও। পরিস্থিতি এতটাই খারাপ যে, মহামেডানের বিরুদ্ধে ফলাফল খারাপ হলে, তাঁর অবস্থাও যে কুয়াদ্রাতের মতো হবে না, এরকম গ্যারান্টি নেই। অন্তত মোহনবাগান ড্রেসিংরুমের আবহ তো সেরকমই। সেই জন্যই শনিবারের মহামেডান ডার্বিকে ‘ডু অর ডাই’ হিসাবেই দেখছেন মোহনবাগান কোচ জোসে মোলিনা।

এদিন সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গটি উঠলে সযত্নে এড়িয়ে গিয়ে দলের অন্যতম তারকা স্ট্রাইকার জেসন কামিংস বললেন, “এটা লম্বা লিগ। নতুন কোচ এসেছেন, সবকিছু মানিয়ে নেওয়ার জন্য তাঁকে সময় দিতেই হবে।” কামিংসের আগেই অবশ্য সাংবাদিক সম্মেলনে মোলিনা একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি বলেন, “আমি কোন চাপে নেই। অন্য ক্লাবের বিষয় নিয়ে ভাবতে চাইছি না। শুধু ভাবছি শনিবার ভালো ম্যাচ খেলব। জয় তুলে আনতে চাই। তাকিয়ে আছি সেদিকেই। এরপর আর আমার হাতে কিছুই নেই।”

মোলিনা বলছেন বলেই শুধু নয়, পরিস্থিতি এখন তাঁর উপর নির্ভর করছে না। প্রতিপক্ষ দলটার নাম এখন মহামেডান। যারা আইএসএলে আবির্ভাবের মরশুমেই রীতিমতো চমকে দিয়েছেন সবাইকে। ফলে, মহামেডানকে সামলানোর জন্য রীতিমতো অঙ্ক কষতে
হচ্ছে মোহনবাগান কোচকে। মন্দের ভালো এটাই যে, নুনো রেইস, সাহাল আব্দুল সামাদ ছাড়া সবাই খেলার মতো জায়গায় রয়েছেন। হালকা চোট থাকলেও এদিন অনুশীলন করেছেন চোটের তালিকায় থাকা মনবীর সিংও।

প্রতিপক্ষ মহামেডান সম্পর্কে এদিন সাংবাদিক সম্মেলনে মোলিনার ব্যখ্যা হল, “ওরা কখনই সহজ প্রতিপক্ষ নয়। এবারের আইএসএলে ভালো শুরু করেছে। আশা করছি, ভালো ম্যাচই হবে।”

দু’দলেরই পয়েন্ট সমান। কিন্তু গোল পার্থক্যে লিগ টেবিলে মোহনবাগানের থেকে একধাপ উপরে রয়েছে মহামেডান। শনিবার গতবারের লিগ শিল্ড জয়ী দলের বিরুদ্ধে নামার আগে এটাই ইতিবাচক বিষয় আন্দ্রে চেরনিশভের ছেলেদের। সেই দিক থেকে শনিবার প্রথমবার আইএসএলে ডার্বি খেলতে নামছে মহামেডান। খাতায় কলমে মহামেডানের থেকে মোহনবাগান যথেষ্ট বড় বাজেটের দল হলেও গত তিন ম্যাচে যে ফুটবল খেলেছেন অ্যালেক্সিস গোমেজরা, তাতে এই ডার্বিতে নামার আগেই স্বপ্ন দেখতে শুরু করেছেন সাদা-কালো সমর্থকরা।

বিপক্ষে ম্যাকলারেন, কামিংস, পেত্রাতোস, স্টুয়ার্টদের মতো বড় নাম থাকলেও চেরনিশভ এতটুকু বিচলিত নন। প্রতিপক্ষকে সমীহ করলেও অতিরিক্ত সমীহ করতে নারাজ তিনি, “ওরা শক্তিশালী প্রতিপক্ষ। শ্রদ্ধা করি। আমরাও শক্তিশালী দল হিসাবেই খেলছি। গত তিন ম্যাচে অন্য দলেরা প্রমাণ পেয়েছে। শুধু ভালো ফুটবল খেলে যেতে হবে। আর অপেক্ষা করতে হবে ভালো মুহূর্তের জন্য।”

ম্যাকলারেন, কামিংসদের আলাদা করে গুরুত্ব দিচ্ছেন না চেরনিশভ। গত তিন ম্যাচের বিশ্লেষণে দেখা গিয়েছে মহামেডান যথেষ্টই আক্রমণাত্মক ফুটবল খেলছে। শনিবারও কি সেই ঝলক দেখা যাবে? আন্দ্রে চেরনিশভ মনে করছেন প্রতিপক্ষ যেই থাকুক না কেন, নিজস্ব স্টাইল থেকে সরে আসবেন না তিনি। গত তিন ম্যাচে যে স্টাইলে ফুটবল খেলতে দেখা গিয়েছে মহামেডানকে, তেমনই আক্রমণাত্মক ফুটবলই দেখা যাবে শনিবার। চোট আঘাতের সমস্যা তেমন নেই। সকালে দলের সঙ্গে যোগ দেওয়া নতুন বিদেশি ফ্লোরেন্ট ওগিয়েরও এদিন অনুশীলনে নেমে গেলেন দলের সঙ্গে। তাঁকে নথিভুক্তও করিয়ে নেওয়া হল। এতসবের মধ্য দিয়েও কোথাও যেন একটা খামতির নজর দেখা যাচ্ছে মোহনবাগান দলটির মধ্যে তবে শেষে আজ কি ফলাফল হয় তা সময় বলে দেবে।