প্রায় কেটে গিয়েছে ২ মাস , এত দিন পরে কলকাতার ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিলো আইপিএল ট্রফি জয়ের সেলিব্রেশন করা হবে কলকাতার বুকে। ইডেনে গার্ডেন এ অনুষ্ঠান টির আয়োজন করা হচ্ছে বলে জানা যায়। ২৩ জুলাই খেলোয়ার , কোচিং স্টাফ সহ শাহরুখ খান ও থাকবেন এই সেলিব্রেশানে। তবে গম্ভীর থাকবেন কিনা তা এখনো জানা যায়নি।
২০২৪ মুরসুমে আইপিএল ট্রফি জেতে কলকাতা নাইটরাইডার্স। ২০১৪ এর পরে ১০ বছরের অবসান ঘুঁচিয়ে গুরু গম্ভীর এর আগমনে নাইট শিবিরে আবার ট্রফি টি ফিরে আসে। আইপিএল ট্রফি জেতার পরে বিশ্বকাপ থাকার কারণে ট্রফি নিয়ে সেলিব্রেশন করা সম্ভব হয়নি টিম ম্যানেজমেন্ট এর পক্ষে। যেহেতু রিঙ্কু সিং রিজার্ভ প্লেয়ার হিসাবে ভারতীয় দলে যোগদান করেছিলেন, এবং আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজ ও মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করায় ট্রফি নিয়ে চেন্নাই থেকে কলকাতায় আসা হয়নি ।
তবে কিছুদিন আগেই বিশ্বকাপ শেষ হয়েছে ভারতীয় দল নিজেদের কে আবার বিশ্বমঞ্চে প্রমাণ করেছে। তবে এখন চলছে ইন্ডিয়া টুর অফ জিম্বাবুয়ে যেখানে ভারতীয় দলের যুব প্লেয়াররা দেশের বাইরে হারারে তে গিয়ে সিরিজ টি খেলছে। রিংকু সিং ও সেই দলেরই অংশ। তাই এই ট্যুর শেষ হওয়ার পরে ও শ্রীলংকা ট্যুর শুরু হওয়ার আগে একটি দিনক্ষণ ঠিক করেছেন কলকাতা ম্যানেজমেন্ট এর সদস্যরা। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে শাহরুখ খান এই সেলিব্রেশানে অংশগ্রহণ করবেন তাছাড়া অন্যান্য অতিথি হিসেবে কারো অংশগ্রহণ করছেন তা এখনো জানা যায়নি। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে গম্ভীর কি আসবেন এই সেলিব্রেশানে? কারণ তিনি ভারতের নতুন কচ রূপে নিজের দায়িত্ব সামলাবেন।
তাছাড়া আরো বেশ কিছু প্রশ্ন থেকেই যাই। কে হবে কেকেআরের নতুন মেন্টর। রাহুল দ্রাবিড় এর নাম অনেকেই নিচ্ছেন ভারতীয় হেডকোচ পদ থেকে সরে আসার পর। তবে সঠিকভাবে এখনো কিছুই বলা যাচ্ছে না গম্ভীর এর পরে কে সামলাবেন কেকআরএর এই গুরুত্বপূর্ণ পদ টি। সামনের বারের আইপিএলের মেগা অকশন এখানে যদি কেকেআরকে চারজন বাদে সমস্ত প্লেয়ার কে ছেড়ে দিতে হয় তাহলে নিজেদের চ্যাম্পিয়ন টিম কে তারা ধরে রাখতে পারবে না। এমত অবস্থায় গম্ভীরের চলে যাওয়া টিমের উপরে কতটা এফেক্ট করবে? কতটাই বা দল গোছাতে পারবে কলকাতা? সেটা দেখার বিষয়। সেই দিকে তাকিয়ে কলকাতার ভক্তকূল ও দর্শকরা।