ব্যাঙ্গালোর : বহু বছর পরে ভারতের মাটিতে টেস্ট জিতেছে নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে বাজে ভাবে পরাস্ত হওয়ার পরে ভারতের মাটিতে অবিশ্বাস্য জয় পেয়ে খুশি অধিনায়ক টম লাথাম সহ গোটা নিউজিল্যান্ড দল। শেষ বার ১৯৮৮ সালে ভারতের মাটিতে শেষ টেস্ট ম্যাচে জিতেছিলো কিউয়িরা।
দীর্ঘ ৩৬ বছর পরে ভারতের মাটিতে ভারতকে হারালো নিউজিল্যান্ড। প্রথম টেস্টে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। ব্যাটিং এর সিদ্ধান্তই ভারত কে হারানোর মূল কারণ হয়ে দাঁড়ায়। মাত্র ৪৬ রানে গোটা ইন্ডিয়ান টিম প্যাভিলিয়নে ফিরে যায়। তবে কিউয়িরাও ব্যাটিং এর সিদ্ধান্তই নিতো যদি তারা টস জিতত এমনটি জানালেন কিউই অধিনায়ক টম লাথাম। আমার মনে হয় টসে জিতলে আমরাও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতাম। ভালো হয়েছে টস হেরেছি’। প্রথম ইনিংসে ভারতকে ৪৬ রানে অলআউট করার কৃতিত্ব নিজের বোলারদের দিয়েছেন টম। তিনি বলেন, ‘আমরা সঠিক জায়গায় বল করেছিলাম, তার ফলও পেয়েছি। আমরা জানতাম তৃতীয় ইনিংসে ভারত প্রত্যাবর্তনের চেষ্টা করবে। তবে ভারত কে তেমন ভাবে আর ঘুরে দাঁড়াতে দেয় নি নিউজিল্যান্ড এর বোলাররা’ ।
রাচিন রবীন্দ্র ও টিম সাউদির মধ্যে গড়ে ওঠা পার্টনারশিপটি নিউজিল্যান্ডের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখে।ম্যাচ জিতে সেই বিষয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক বলেন, ‘ম্যাচ যখন পঞ্চাশ-পঞ্চাশ ছিল, তখন রাচিন এবং টিমের পার্টনারশিপ দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সকলেই সাউদির ব্যাটিং দক্ষতা সম্পর্কে জানি। রাচিন নতুন এসেছে। কিন্তু যেইভাবে নিজের নার্ভকে নিয়ন্ত্রণে রেখে শেষদিনে খেলেছে তা প্রশংসার দাবি রাখে’। কিউয়ি অধিনায়ক পেসার উইলিয়ামের বোলিংয়ের প্রশংসা করে বলেন, ‘ও আন্তর্জাতিক স্তরের একজন খুবই ভালো ক্রিকেটার। তার বলে গতি রয়েছে, সে বলকে খুবই ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। একই সঙ্গে বলকে হওয়াতে সুইং করানোর দক্ষতা রয়েছে তার। সে বোলিংয়ে টিম সাউদি এবং ম্যাট হেনরিকে যথাযথভাবে সাহায্য করেছে’।
প্রসঙ্গত, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মোট তিনটি টেস্ট ম্যাচ খেলা হবে। প্রথম টেস্ট ম্যাচটিতে প্রথম থেকেই নিউজিল্যান্ডে বোলারদের দাপটে ভারতীয় ব্যাটসম্যানরা দাঁড়াতে পারিনি। প্রথম ইনিংস ৪৬ টানে আউট হওয়ার পরে ভারত দ্বিতীয় ইনিংটার এসে কিছুটা লড়াই চালাই। তবে দ্বিতীয়বার নতুন বল হাতে পেতেই খেলা আবার নিজেদের দখলে করে কিউইরা পেসাররা।
জবাবে ভারত ১০৭ রানের টার্গেট দেয়। পঞ্চম দিনে যা অতি সহজেই মাত্র ২ উইকেট হারিয়ে নিজেদের লক্ষ্য পূরণ করে লাথাম বাহিনীরা।