কলকাতা – কোচ বদলেও ফল বদলালো না লাল হলুদের ,ঐতিহ্যের ডার্বির রঙ ফের সবুজ মেরুন। ডার্বির ইতিহাসের ৪০০তম ডার্বি জয় মোহনবাগানের। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখী হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের ফলাফল আবারও বাগানের দিকে, কার্যত ২-০ গোলের ঝড়ে রীতিমত উত্তাল লাল হলুদ ডিফেন্স।
খেলা শুরুতে দুই দলকেই বেশ ভালো দেখাচ্ছিল। দুই দলই নিজেদের মধ্যে বল পজিশন বাড়িয়ে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করছিল। কিন্তু খেলার সময় এগোতে না এগোতে সবুজ মেরুন খেলাটি তাদের আয়ত্তে নেয় এবং দাপট বাড়াতে থাকে। বিপক্ষে ইস্টবেঙ্গল একটা দুটো প্রতি আক্রমণ করলেও তার তেজ খুবই কম থাকে। খেলার মাঝা মাঝি সময় খেলা পুরোপুরি ভাবে আয়িত্বে নিয়ে নেয় সবুজ মেরুন বাহিনী। একাধিক বেগপ্রবণ আক্রমণ দ্বারা সমস্যায় ফেলে লাল হলুদ শিবিরের গোলরক্ষক কে। প্রাপ্যুশুকান গিল একাধিকবার তার দক্ষতা দিয়ে খেলার সমতা বজায় রাখার চেষ্টা করলেও ৪১ মিনিটের মাথায় মনবির সিং এর করা ক্রস থেকে জেমি ম্যাক্লারিন প্রথম গোলটি তুলে নেয় সবুজ মেরুনের হয়ে। ইস্টবেঙ্গল এফসি গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে।
কিছু নতুন খেলোয়াড় ও নতুন পরিকল্পনা দ্বারা ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে। বেশ কিছু ভালো আক্রমণ করে তারা, কিন্তু পাল্টা আক্রমণ বেশ বিপজ্জনক লাগে মহনবাগান সুপার জয়েন্ট কে। ইস্টবেঙ্গল তাদের বলে পজিশন বাড়িয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও সেই পরিকল্পনা কোনভাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা পায় না। অপরদিকে মন বাগান একের পর এক বিপদজনক আক্রমণ করতে থাকে। শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলে বেশ কিছু আক্রমণ দানা বাঁধলেও তাদের কোনো ভালো ফলাফল মিলে না। অপরদিকে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নাবা দ্বিমিত্রী পেট্রাটোস ৮৯ মিনিটে তার অভিজ্ঞতা ব্যবহার করে একটি পেনাল্টি আদায় করে এবং এখানে আরেক গোলে মোহনবাগান সুপার জাইন্ট। ম্যাচের শেষে ফলাফল ইস্টবেঙ্গল এফসি ০- ২ মোহনবাগান সুপার জায়ান্ট।