কলকাতা: প্রথম টেস্টে হার দিয়ে শুরু করেছে টাইগাররা। আবার কানপুর টেস্ট এর আগে চিন্তার ছাপ বাংলা শিবিরে। চেন্নাই টেস্টে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন শাকিব আল হাসান। তাই কানপুর টেস্টে হয়তো তাকে খেলতে দেখা যাবে না এই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। চেন্নাই ব্যাটিং করার সময় আঙুলে চোট পান শাকিব।
ভারতের মাটিতে প্রথম টেস্টে খুব বাজে ভাবে হারের মোকাবিলা করতে হয়েছে বাংলাদেশ কে। এর মধ্যেই শাকিব যদি প্রথম একাদশে না থাকেন তাহলে দল বড়ো সমস্যার সম্মুখীন হতে পারে। শাকিব এর পরিবর্তে এতো শীঘ্রই কাউ কে বেছে নেওয়া বাংলাদেশের কোচ বা টিম ম্যানেজমেন্ট এর পক্ষে সম্ভব নয়। বাংলাদেশ কোচ চান্ডিকা হাতুরেসিংহে শাকিব নিয়ে যাবতীয় ধোঁয়াশা পরিষ্কার করে দিয়ে যান। সাংবাদিক সম্মলনে এসে তিনি বলে দেন, শাকিবের খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। শাকিব থাকবে কানপুর টেস্টের প্রথম সারিতে। বাংলাদেশ কোচ বলেন, ‘‘এই মুহূর্তে আমি দলের ফিজিওর থেকে কোনও বার্তা পাইনি। দল নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই শাকিব অ্যাভেলেবল আছে।’’
যদিও সম্প্রতিকালে শাকিবের পারফরম্যান্স বিচার করা হয় তাহলে সেটা আহামরি কিছু নয় তাও নিঃসন্দেহে বলা যায়। এমনকি প্রথম টেস্টে ও তিনি বিশেষ কোনো ছাপ ফেলতে পারেননি ২২ গজে।
যদিও শাকিবের ফর্ম নিয়ে তেমন চিন্তায় নেই হাতুরেসিংহে। বলছিলেন, ‘‘আমি শাকিবের পারফরম্যান্স নিয়ে হতাশ নই। তবে বলতে পারি টিম হিসেবে আমাদের আরও ভালো পারফর্ম করা উচিত ছিল। আমি নিশ্চিত শাকিবও সেটাই ভাবছে। ও নিজেও ভাবছে কীভাবে আরও ভালো খেলা যায়। দেখুন ও কী করত পারে, সেটা আমাদের সবার জানা। দ্বিতীয় ইনিংস ও বেশ ভালো ব্যাটিং করছিল। বড় রান যে আসেনি, তাতে ওর খুব একটা দোষ আমি দেখছি না। বরং আমাদের প্রতিপক্ষ যথেষ্ট ভালো খেলেছে।’’
এখন অপেক্ষা কাল সকালের শাকিব কী থাকছেন বাংলাদেশ দলে? নাকি বেঞ্চ হবে কানপুরে তার জায়গা। ভালো পারফরমেন্স দিয়ে যেকোনো মুহূর্তে খেলার অঙ্ক তিনি বদলে দিতে পারেন এই অল রাউন্ডার। পারফরমেন্স যেমন ই হোক নাম টা যখন শাকিব টাইগার ভক্ত কুল যে তার দিকে তাকিয়ে থাকবে সেটা বলাই বাহুল্য।