কমলার দক্ষতায় স্বপ্নভঙ্গ তুরস্কের

0

প্রিয়াংশু: ৬ জুলাই ছয় মিনিটের একটাভয়ঙ্কর কমলা-ঝড়। শনিবার বার্লিন স্টেডিয়ামে স্টেফান দে ভ্রে এবং ৭৬ মিনিটে মার্ট মূলডারের আত্মঘাতী গোলে শেষ হয়ে গেল তুরস্কের স্বপ্নের ইউরো অভিযান। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে লড়াই ভার্জিল ফান ডাইকদের।৭০ মিনিটে ডান দিক থেকে আসা মাইনাস থেকে বল বিপন্মুক্ত করতে মুলডার নিজের গোলে বল ঢুকিয়ে দেন। তাঁর পাশেই ছিলেন কডি গাকপো। তিনি চেষ্টা করে পা ছোঁয়াতে পারেননি। তার পরে তুরস্ক মরিয়া লড়াই চালালেও শেষরক্ষা করতে পারেনি।শেষ ষোলো পর্বে রোমানিয়ার বিরুদ্ধে নেদারল্যান্ডসের ঝোড়ো ফুটবল নিয়ে নতুন ভাবে চর্চা শুরু হয়েছিল ফুটবলমহলে। কডি গাকপো- মালেন যুগলবন্দির শাসন ট্রফির স্বপ্ন দেখাতে শুরু করেছিল ডাচ সমর্থকদের। কোচ রোনাল্ড কোমানের দাবি ছিল, চ্যাম্পিয়ন হতে গেলে এমন ফুটবলই খেলতে হবে তাঁর দলকে।শনিবার চলতি ইউরোয় সাড়া জাগানো তুরস্কের বিরুদ্ধে আগ্রাসী রণকৌশলই নিয়েছিলেন কোমান। মেক্ষিস দেপাইকে উপরে রেখে পিছন থেকে আক্রমণ শুরু করেছিলেন গাকপো, সিমন্সরা। খেলা শুরুর এক মিনিটের মধ্যে তুরস্কের পেনাল্টি বক্সের মধ্যে সুবিধাজনক জায়গায় বল পেয়েও তা বাইরে মারেন দেপাই। ছয় মিনিটে ফের তুরস্ক শিবিরে কমলা জার্সিদের ঝড়। এ বার অহেতুক তাড়াহুড়ো করতে গিয়ে বল বাইরেমারেন গাকপো। কিন্তু অতিরিক্ত আক্রমণই শেষ পর্যন্ত বিপদ ডেকে আনে ডাচ শিবিরে। প্রাথমিক ঝড় সামলে ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে তুরস্ক। ৩৫ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল ঠিক মতো ধাওয়া করতে পারেননি ডাচ রক্ষণের মধ্যমণি, লিভারপুলের ভার্জিল ফান ডাইক। বুদ্ধিমত্তার সঙ্গে আর্দ্য গুলেরের ক্রস পিছন থেকে উঠে আসা ডিফেন্ডার সামেত আকায়দিন হেডে বল জালে জড়িয়ে দেন। প্রি কোয়ার্টার ফাইনালে গোলেরপরে বিতর্কিত উৎসব করে উয়েফার শাস্তির কোপে পড়ে নির