একটি ম্যাচ জিতে উচ্ছ্বাসে ভাসতে রাজী নন রাজা, দল কে বার্তা দিলেন সিরিজটাও জিততে হবে আমাদের

0

জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচ গিল বাহিনীরা ১১৬ রান তুলতে গিয়ে ১০২ রান এ শোচনীয় ভাবে পরাজিত হয়। ক্যাপ্টেন রাজা তার বলার দের কৃতিত্ব দিয়েছেন এই স্মরণীয় জয় তুলে নেয়ার জন্য।

গত কয়েক দশকে জিম্বাবুয়ের দল নিজেদের কে সেই ভাবে মেলে ধরতে পারে নি। ভারত এর সাথে বিশেষ তেমন কোনো জয় বা মনে রাখার মতো পারফরমেন্স নেয় দল এর। ভারতীয় ক্রিকেটে বোর্ড ও জিম্বাবুয়ে কে তেমন গুরুত্ব দিতে নারাজ যখন ই জিম্বাবুয়ে বনাম ইন্ডিয়ার কোনো ট্যুর ঘোষণা হয়েছে তখন ভারত পাঠিয়েছে তার যুব টিমকে অনভিজ্ঞ নতুন আনকোরা মুখের সব খেলোয়াড়দের। অভিজ্ঞ খেলোয়াড়দের রেস্ট এ পাঠিয়ে। বিশ্বকাপ পরবর্তী এই টুর এ হিতে বিপরীত হইনি। শুভমান গিল এর নেতৃত্বে এক নতুন দল কে পাঠিয়েছে জিম্বাবুয়ে সফরে।

কিন্তু এই বার হল অঘটন ঘটলো উলট পুরান বোলিং ভালো করলেও ভারত ব্যাটিং এ নামে বিপর্যয় । এই ম্যাচ এর মূল নায়ক রাজা। ব্যাট হাতে তেমন কোনো অবদান না রাখতে পারলেও দারুন ক্যাপ্টেন্সি ও ক্ষুরধার বোলিং এর সামনে ইন্ডিয়ান ব্যাটসম্যান রা দাঁড়াতে পারেনি। ভারতীয় ব্যাটিং অর্ডার এ ধস নেমে আসে।

আর এই ম্যাচ যে তারপরে উচ্ছাসিত রাজা বলেন
নিয়ন্ত্রিত বোলিং ও ভয়ডরহীন মানসিকতাই আমাদের জেতার পিছনের কারণ। সিকান্দার রাজা দলের বোলারদের কৃতিত্ব দিতে বলেননি। তিনি বলেন, পিচ এমন ছিল না যেখানে কোন দল ১১৫ রানে অলআউট হয়ে যাবে। তবে বোলাররা খুবই ভালো করেছে দুই দলের বোলারদের কৃতিত্ব দিতে হবে। তবে আমরা যে উন্নতি করছি আমাদের দক্ষতা বেড়েছে, এই ফলাফলই তার প্রমাণ।
রাজা আরও মন্তব্য করেন যে দর্শকরা এই ম্যাচ উপভোগ করেছে করেছে তাদের খুশি দিতে পেরে আমরা খুশি, এইভাবে দর্শকদের মনোরঞ্জন দিতে চাই যতদিন খেলছি ফলাফল নিয়ে খুব একটা ভাবছি না । আমাদের ফিল্ডিং খুব ভালো হয়েছে ও প্ল্যানিং মতো সবই ঠিকঠাক কেউ এগুলো হয়ে ও প্ল্যানিং মতো সবই ঠিকঠাক প্রক্রিয়াগুলো চলেছে।
তাই সেই ভুল গুলো শোধরাতে হবে উন্নতি র জায়গা আছে এখনও।

ম্যাচ জিতে রাজারা বিজয় খুশি, তবে তাদের লক্ষ্য সিরিজ জেতা।তিনি বলেও দিয়েছেন, এই ম্যাচ জিতে আমরা সবাই খুব খুশি। তবে কাজ এখনও শেষ হয়নি। সিরিজ বাকি আছে। বিশ্বচ্যাম্পিয়নেরা বিশ্বচ্যাম্পিয়নদের মতোই খেলে। তাই আমাদের সাবধানে থাকতে হবে।

ম্যাচের সংক্ষিপ্ত ফল:
টস জিতেছিলেন শুভমন গিল। তিনি ব্যাট করতে পাঠান জিম্বাবোয়েকে। ভারতীয় বোলারদের দাপটে ১১৫ রান তারা করে। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন ক্লাইভ মদান্দে। ভারতের হয়ে ৪ উইকেট তুলে নেন রবি বিষ্ণোই। জবাবে রান তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১০২ রানে অলআউট হয়ে যায় ভারত। সর্বোচ্চ ৩১ রান করেন শুভমন গিল। জিম্বাবোয়ের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন সিকান্দার রাজা এবং টেন্ডাই চাতারা।