উত্তপ্ত ইরান, এএফসি খেলবে না মোহনবাগান! কি কি শাস্তির মুখে পড়বে বাগান কর্তৃপক্ষ জানালো এএফসির ফেডারেশন

0

কলকাতা:- গতবছর নজিরবিহীন পারফরমেন্স মোহনবাগানের এবং তারপরেই এশিয়ার গুরুত্বপুর্ন প্রতিযোগিতায় কার্যত লড়াই চালাচ্ছে হোসে মলিনার দল। এসিএল ২ এর মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে কোলকাতার প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠে তাজাকিস্থান এর দলের বিরূদ্ধে লড়াকু ফুটবল খেলে ড্র নিয়েই সন্তুষ্ট ছিলেন তারা তবে এবার দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ইরানীয় দল ট্রাক্টর এফসি। তবে এই ম্যাচ নিয়ে কার্যত সংশয়।

যুদ্ধের দামামা বেজে গিয়েছে মধ্যপ্রাচ্যে, ইরানে বর্তমানে যুদ্ধকালীন পরিস্থিতি। ২ অক্টোবর খেলতে যাওয়ার কথা ছিল বাগানের তবে সেটির অপর কালোমেঘ জমা হয়েছে, উত্তেজিত বাগান ম্যানেজমেন্ট।
সূত্র মারফত খবর ইতিমধ্যেই এএফসী এর ওপর মহলে চিঠি দিয়েছে তারা। ৩৫ জন বাগান খেলোয়ার এবং কর্তৃপক্ষের চিঠি পাঠানো হয়েছে সেখানে।

চিঠিতে তারা খেলোয়াড়দের নিরাপত্তা এবং ইরানের বর্তমান পরিস্থিতি কে উল্লেখ করেছেন। এইমুহুর্তে কলকাতায় ফেরার সিধান্ত নিয়েছে সবুজ মেরুন শিবির।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র নিয়ম অনুযায়ী, বিপক্ষ দলকে জয়ী ঘোষণা করা হবে। বিরাট অঙ্কের জরিমানা হতে পারে। চলতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে বাতিল করা হতে পারে। এমনকি এশীয় পর্যায়ের সব ধরনের প্রতিযোগিতা থেকেও নির্বাসিত করা হতে পারে মোহনবাগানকে। মোহনবাগানের ফুটবলাররা যদিও খুব একটা চিন্তিত নন।

অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেন বললেন, ”ইরানে খেলতে গিয়ে প্রাণ হারাব নাকি? আশা করছি, সব সমস্যার সমাধান হয়ে যাবে।”

এএফসি-র তরফে বিবৃতি দেওয়া হয়, ”এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ট্র্যাক্টর এসসি-র বিরুদ্ধে খেলতে ইচ্ছাকৃত ভাবে ইরান যায়নি মোহনবাগান সুপার জায়ান্ট। ২ অক্টোবর তাবরিজ়ের ইয়াদেগার ইমান স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা ছিল। পুরো বিষয়টি নথিভুক্ত করে এএফসি-র সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়েছে। সময় মতো জানানো হবে পরবর্তী পদক্ষেপ।”