ইস্টবেঙ্গল কোচ পদ থেকে বিদায় কার্লেসের, “প্রফেসর” কে ছাড়াই খেলতে হবে আইএসএল!

0

কলকাতা:- ভরাডুবির পরেই তৎক্ষণাৎ বদল ইস্টবেঙ্গল শিবিরে। ইস্টবেঙ্গলের কোচ পদ থেকে সরানো হলো কার্লেসকে। লাল হলুদ জনতার চোখের মণি ছিলেন আগের বছর পর্যন্ত যার নাম পাল্টে হয়ে গিয়েছিল “প্রফেসর”, অনিবার্য বদল ঘঠল দলের অন্দরে। দলের অন্তর্বর্তী কোচ হিসেবে বর্তমানে থাকবেন ইস্টবেঙ্গল এর আরেক কোচ বিনো জর্জ।

কুয়াদ্রাত তার প্রথম মরশুমে পেয়েছিলেন অভাবনীয় সাফল্য। দলে এসেই একের পর এক রুদ্ধশ্বাস ম্যাচ জয় থেকে ট্রফির খড়া কাটানো সবটাই একা হাতে করেছেন তিনিই। আগের মরশুমে বহু প্রতীক্ষিত কলিঙ্গ সুপার কাপ জয়, এরপরে তিনবছরের অন্তরালের পরে ডার্বি জয় সবটাই যেনো তিনি একা হাতে সামলেছেন। ফের হলো ছন্দপতন।

আগের বছর আইএসএল কে মাথায় রাখলে বোঝা যাবে যে তেমন কোনো রকম উন্নতি করেনি দল এবং তেমনি বছরেও পরপর তিন ম্যাচে হারের সম্মুখীন হতে হয়েছে লাল হলুদকে।

এই বছর ঢেলে দল সাজিয়েছে ইস্টবেঙ্গল। রক্ষন থেকে আক্রমণ বিভাগ সবকিছু মিলিয়ে যেন প্রস্তুত ছিলেন তারা কিন্তু শেষরক্ষা হলনা। আগের বছরের মতোই ফল আসছিল। আইএসএলের শেষ তিন ম্যাচ তার মধ্যে রয়েছে। গত মরশুমের থেকে ভাল দল গড়েও এই অপ্রত্যাশিত লাগাতার হার মেনে নিতে পারেননি সমর্থকরা।

এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচেই উঠেছিল ‘গো-ব্যাক কার্লেস’ স্লোগান। তখনই বোঝা গেছিল এই আওয়াজ খুব সহজে থামবে না। কানাঘুষো শোনা যাচ্ছিল যে, কুয়াদ্রাতকে সরাতে পারে ক্লাব ম্যানেজমেন্ট। শেষমেশ তাই হল। সোমবার সেই ঘোষণা হয়ে গেল।

ইমামি গ্রুপের মিস্টার বিভাস বর্ধন আগরওয়াল বলেন, “ইমামি ইস্ট বেঙ্গল এফসি
ম্যানেজমেন্ট কোচ কার্লেসকে কলিঙ্গা সুপার কাপের শিরোপা জয়ের পথ দেখানোর জন্য প্রশংসা করে
এবং দীর্ঘ বিরতির পর এএফসি মহাদেশীয় প্রতিযোগিতা। আমরা তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি
প্রচেষ্টা।”

দলের অন্তর্বর্তী কাজ সামলাবেন দলের সিএফএল এর কোচ বিনা জর্জ।