ইউরোর ফাইনালে দেখা যাবেনা লামিনকে! জার্মান শিশু শ্রম আইনের আওতায় স্পেনের ভাগ্য?

0

ইউরোর ফাইনালে দেখা যাবেনা লামিন য়ামালকে? প্রশ্ন উঠছে একটি গুরুত্বপুর্ণ আইনকে মাথায় রেখে । এই মরশুমে ইউরো আয়োজিত হচ্ছে জার্মানিতে, আর সেই দেশের একটি আইনের কোপে পড়তে পারেন স্পেনের খেলোয়ার লামিন। ইউরোতে স্পেনের তরফে দুর্দান্ত ফর্মে থাকা এই খেলোয়ার ফাইনালের আগে হয়ে উঠতে পারতেন তুরুপের তাস। জার্মান দের বিরূদ্ধে একটি এ্যাসিস্ট এবং আগের ম্যাচে বিশ্বকাপ রানার্স আপ ফ্রান্সের বিরুদ্ধে একটি গোল করে দলকে ফাইনালে এনেছে লামিন।

গ্রুপ পর্বের বেশ কিছু ম্যাচে তিনি সম্পূর্ণ খেলেন নী , কারন জার্মানির শিশু শ্রম আইন। এমনকি শেষ ১৬ এর ম্যাচেও কোচ লা ডিএফান্টে তাকে ৬০ মিনিটের মাথায় তুলে নেন।জার্মানির শ্রম আইন অনুযায়ী, ইউরো ২০২৪ এর আয়োজক দেশটিতে ১৮ বছরের কম বয়সী তরুণরা কোনো দিনই রাত ৮টার পর কাজ করতে পারবেন না। অ্যাথলিটদের জন্য রাত ১১টা পর্যন্ত ‘কাজ করার’ অনুমতি রয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুসারে, ইয়ামাল যদি রাত ১১টার পর খেলেন, তাহলে স্প্যানিশ ফুটবলকে ৩০ হাজার ইউরো জরিমানা করা হবে। পথের কাঁটা কার্যত ফাইনালের সময়। ইংল্যান্ডের বিপক্ষে লামিন এর অবস্থান অবশ্যই স্পেনকে বাড়তি অক্সিজেন দেবে তবে কোচ এখন কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।

তবে ইউরোর ফাইনালে মুখোমুখি দুই দল একেবারেই নিজেদের শ্রেষ্ঠতম প্রমাণ এর কোনো বিকল্প ছাড়বে না বলেই মনে করছেন অনেক ফুটবল বিশেষজ্ঞরা।