আইএসএলের ভবিষ্যৎ ঘিরে ধোঁয়াশাঃ আবার আদালতে এআইএফএফ

0

৩০ এপ্রিল, ২০২৫, কলকাতা : ভারতীয় ফুটবলের শেষ কয়েক বছরে ঐতিহাসিক অবনতি হয়েছে। পরপর লজ্জাজনক পারফরমেন্সে জেরবার জাতীয় দল। তবে এবারে বন্ধ হয়ে যেতে পারে খোদ আই এস এল।তার জায়গায় নতুন লিগ গড়ার ভাবনা এআইএফএফের|ভারতীয় ফুটবল এবার চলতে পারে প্রিমিয়ার লিগের আদলে, হবে প্রমশান-রেলিগেশান।

দর্শকরা আইএসএলের অপর আস্থা হারিয়ে ফেলেছে পুরোটাই, বলছেন রণজিৎ বাজাজ।

একসময়কার ‘এশিয়ার ব্রাজি’ল’ আজ নিজের দেশের লিগের দশা করুন। একদিকে আই লিগের ট্রফি নিয়ে নাটক এখনও অব্যাহত, অন্য দিকে এআইএফএফ প্রেসিডেন্ট পদ থেকেও সরে যেতে পারেন কাল্যান চৌবে। এরই মধ্যে দুশ্চিন্তা লিগের ভবিষ্যৎ নিয়ে। রণজিৎ বাজাজের টুইট দিয়েই শুরু হয় চাঞ্চল্ল, সেখানে তিনি লেখেন, এআইএফএফ আর কোনও চুক্তি করবে না আই এস এল সংস্থা এফএসডিএল এর সাথে। প্রসঙ্গত, দুই পক্ষের চুক্তি এই বছরই শেষ হয়ে গেছে। এই বেসরকারি সংস্থা প্রতি বছর ৫০ কোটি টাকা দিত এআইএফএফ কে। তবে ঘটতির কারণেই এই পরিমাণ টাকা দিতে বেকে বসেছে এফএসডিএল। অন্যদিকে এই লিগের শেষের বছরগুলি তে স্পন্সার পেতে অসুবিধা হয়েছে বলে জানা যায়। স্টার স্পোর্টস সরে আসার পরে অসুবিধা হয় সম্প্রচার নিয়েও। সোনি স্পোর্টস এর সাথেও কথা এগয়েনি লিগের। এই জটিলতার সমাধান হিসেবে নতুন লিগের গঠন বলেই ভেবেছে কাল্যান চৌবেরা।

আইএসএল নিশ্চিতরূপে ভারতীয় ফুটবলের খেলোয়াড়ের সংখ্যা মাঠের উন্নয়ন আর খেলা সম্প্রচারে আমূল পরিবর্তন এনেছে। তবে, নতুন লিগ এআইএফএফের সীমিত বাজেটে কি করে হবে সেটা নিয়েই চিন্তিত ভারতীয় ফুটবল ভক্তরা। এটার হাত ধরে কি ফিরতে পারবে ‘এশিয়ার ব্রাজিলরা”